মানব-জীবনের-ধারাবাহিকা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 564
5631. সাধারণত একটি মানব সন্তান কত সপ্তাহ মায়ের গর্ভে অবস্থান করে?
- ২০-২৫ সপ্তাহ
- ৩৪-৩৮ সপ্তাহ
- ৪৫-৫০ সপ্তাহ
- ৫৫-৬০ সপ্তাহ
5632. কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ?
- ডিম্বাশয়
- শুক্রাশয়
- প্রস্টেট গ্লান্ড
- শিশ্ন
5633. অঙ্গহানীর জন্য দায়ী কারণগুলোকে কী বলা হয়?
- ট্রাইসোমি
- সেক্স লিংকড ব্যাধি
- টেরাটোজেন
- জিনগত সমস্যা
5634. মানুষের শুক্রাণুর অ্যাক্রোসোম থেকে যে এনজাইম ক্ষরিত হয় তার নাম কী?
- প্রোটিয়েজ
- হায়ালুরোডিনেজ
- অ্যানহাইড্রেজ
- জিলাইটিনেজ
5635. ভাস ডিফারেন্স এর অন্য নাম কী?
- শুক্রাশয়
- শুক্রনালি
- ক্ষেপণ নালি
- মূত্রনালি
5636. রজঃস্রাব শুরুর ঘটনাকে কী বলে?
- পেলভিস
- মেনার্কি
- স্ট্রেচ
- সঙ্গম
5637. পুরুষের যোনাকাঙ্ক্ষার অনুপস্থিতি ও পৌরষত্বের প্রকাশহীনতাকে কী বরে?
- মনোপজ
- অ্যান্ড্রোপজ
- অ্যাথেরোস্ক্লেরোসিস
- ক্যান্সার
5638. কত ভাগ লোক ডিম্বপাতে ব্যর্থতাজনিত রোগ ভুগে?
- 0.1
- 0.2
- 0.3
- 0.4
5639. কোন হরমোন মেয়েদের রজঃচক্র নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
- প্রোজেস্টেরন
- ইস্ট্রোজেন
- প্রোল্যাকটিন
- ক ও খ উভয়ই
5640. নিচের কোন কাজটি এস্ট্রোজেন হরমোন নিয়ন্ত্রণ করে?
- স্ত্রীদেহে রক্ত জমাট বাঁধায়
- মেদ বৃদ্ধি
- পাকস্থলীর কাজ
- জরায়ু গাত্রের হ্রাস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-জীবনের-ধারাবাহিকা - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 564"