মহাকাশ-ও-উপগ্রহ – জেএসসি-বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 734
7331. কৃত্রিম উপগ্রহকে কিসের সাহায্যে উৎক্ষেপণ করা হয়?
- রকেট
- ক্রেন
- বিমান
- স্থলযান
7332. স্টিফেন হকিং একজন-
- রসায়নবিজ্ঞানী
- পদার্থবিজ্ঞানী
- জীববিজ্ঞানী
- চিকিৎসাবিজ্ঞানী
7333. পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম কী?
- ছায়াপথ
- মহাকাশ
- মহাবিশ্ব
- নক্ষত্রমন্ডল
7334. যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে এদের কী বলে?
- উপগ্রহ
- নক্ষত্র
- ধূমকেতু
- উল্কা
7335. ইউরেনাসের উপগ্রহ কয়টি?
- 63
- 34
- 27
- 13
7336. পৃথিবী, সূর্য, চাঁদ, তারারা যে ফাঁকা জায়গা দিয়ে চলে তাকে কী বলে?
- ছায়াপথ
- মহাশূন্য
- মহাবিশ্ব
- গ্যালাক্সি
7337. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
- 2
- 13
- 27
- 34
7338. সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কোনটি?
- ট্রাইটন
- নেরাইড
- আলফা সেন্টোরি
- ব্যারন
7339. মহাকাশে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়-
- গ্রহ
- উপগ্রহ
- গ্যালাক্সি
- ধূমকেতু
7340. কোন গ্রহ তার উপগ্রহসহ জ্বলতে থাকে?
- বুধ
- শুক্র
- মঙ্গল
- বৃহস্তপতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মহাকাশ-ও-উপগ্রহ - জেএসসি-বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 734"