
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 10
91. বায়ুর উপাদান নয় যেটি তা হলো-
- নাইট্রোজেন
- অক্সিজেন
- জলীয় বাষ্প
- হাইড্রোজেন
92. নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?
- মাটি
- উদ্ভিদ
- বায়ুমণ্ডল
- প্রাণীদেহ
93. বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম-
- ট্রপোমণ্ডল
- আয়নোমণ্ডল
- স্ট্রাটোমণ্ডল
- এক্সোস্ফীয়ার
94. বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত?
- 0.00035
- 0.00028
- 0.0000002
- 0.00000002
95. ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে কি বলা হয়?
- ট্রপোস্ফিয়ার
- স্ট্রাটোস্ফিয়ার
- ফটোস্ফিয়ার
- এক্সস্ফিয়ার
96. বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়?
- নাইট্রোজেন
- অক্সিজেন
- জলীয় বাষ্প
- কার্বন ডাই অক্সাইড
97. কোনটি বায়ুর উপাদান নহে?
- নাইট্রোজেন
- হাইড্রোজেন
- কার্বন
- ফসফরাস
98. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৬টি
99. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
- 0.2001
- 0.2101
- 0.2107
- 0.2071
100. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
- স্ট্রাটোস্ফিয়ার
- ট্রাপোস্ফিয়ার
- আয়নোস্ফিয়ার
- ওজোনস্তর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।