যাঁরা এসইও নিয়ে কাজ করেন, তাঁদের কাছে ব্লগ কমেন্ট হচ্ছে অফ পেজ এসইও-এর একটি অংশ। এটি ব্যাকলিংক তৈরি করার একটি গ্রহণযোগ্য মাধ্যম। আপনি আপনার সাইটের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অন্যান্য মানসম্মত ব্লগের আর্টিকেলে কমেন্টের মাধ্যমে আপনার সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারেন। আপনি ব্লগ কমেন্টের মাধ্যমে খুব সহজেই অন্য একটি সাইটের সঙ্গে কানেকশন তৈরি করতে পারবেন এবং আপনার সাইটের ব্যাকলিংকের সংখ্যা বাড়াতে পারবেন।
ব্লগ কমেন্টিং এর গুরুত্ব
সত্যিকার অর্থে ব্লগ কমেন্টিংয়ের সুবিধাগুলো কী কী অথবা এর মাধ্যমে ট্রাফিক আসে কি না বা এসইওর দিক থেকে এর গুরুত্ব কতটুকু, এই নিয়ে নিচে আলোচনা করা হলো :
ব্যাকলিংকঃ এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কারণে অনেকেই ব্লগ কমেন্টিং পচ্ছন্দ করেন। আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে এসইওর অন পেজ সঠিকভাবে করার পরও আপনার সাইটে কেন ট্রাফিক পাচ্ছেন না। এর একটি কারণ হতে পারে, আপনার সাইটটি সার্চ ইঞ্জিনের কাছে অতটা অথরিটি লাভ করতে পারেনি, যতটা ভালো র্যাঙ্কিংয়ের জন্য দরকার।
যখন আপনি অন্যান্য ব্লগে কমেন্ট করবেন, তখন এটির মাধ্যমে ওই সাইটের সঙ্গে একটি লিংকে আবদ্ধ হন। যদি এর মধ্যে কিছু ডুফলো লিংক থাকে, তাহলে এটি আপনার সাইটের জন্য কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। যার ফলে আপনার পেজগুলো দ্রুত সার্চ ইঞ্জিনে ইনডেক্স হওয়ার সম্ভাবনা থাকে।
ভিজিটরঃ আপনি সঠিকভাবে ব্লগ কমেন্টিং করতে পারলে এর থেকে কিছু ভিজিটর আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আপনার কমেন্টটি যদি এমন হয় ‘Thank you!’ অথবা ‘Really nice post’ জাতীয়, তাহলে এমন কমেন্ট থেকে কিছুই লাভ হবে না।
ব্লগ কমেন্টিংয় এর ক্ষেত্রে মনে রাখতে হবে
- আপনি যে ব্লগে কমেন্ট করছেন, এর সঙ্গে আপনার দেওয়া সাইটের লিংকটি কতটা সংগতিপূর্ণ।
- সব সময় চেষ্টা করবেন সবার প্রথমে কমেন্ট করতে।
- এমন যদি হয় কেউ কোনো পোস্টে কোনো প্রশ্ন করেছে, তাহলে আপনি এর সঙ্গে দরকারি কোনো তথ্য যোগ করতে চাইলে তা কমেন্টের মাধ্যমে করতে পারেন।
- চেষ্টা করবেন কমেন্টটিকে অর্থবহ করার জন্য। এর জন্য অন্তত চার-পাঁচ লাইনের একটি কমেন্ট লিখুন।
- কমেন্টে আপনি যে ই-মেইল দিচ্ছেন, তার যেন প্রোফাইল ইমেজ দেওয়া থাকে।
- আপনি কমেন্ট করার সময় আপনার নামেই দেওয়া ভালো, নিজের ব্র্যান্ড প্রমোশন করার জন্য। যদিও অনেকে এটি পছন্দ করেন না। কারণ এটিকে অনেক সময় স্প্যামিং হিসেবে গণ্য করা হয়। আবার যদি আপনার কমেন্টটি নাম ছাড়া হয়ে থাকে, তবে এর বিষয়বস্তু বা লেখা ইনফরমেটিভ হয়, তাহলে আপনার কমেন্টটি অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে।