ব্যবসায়ে-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এসএসসি-ব্যবসায় উদ্যোগ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1275

অণুজীব

ব্যবসায়ে-নৈতিকতা-ও-সামাজিক-দায়বদ্ধতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1275

12741. নৈতিকতার অংশ হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?

  1. সত্য কথা বলা
  2. যথাযথ দায়িত্ব পালন করা
  3. পরিশ্রম করা
  4. দান-খয়রাত করা

12742. এইচএসবিসি ব্যাংকে কাজের উপযুক্ত পরিবেশ বজায় থাকে। এক্ষেত্রে এইচএসবিসি ব্যাংক কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?

  1. ক্রেতা
  2. গ্রাহক
  3. রাষ্ট্র
  4. কর্মচারী

12743. একজন শিক্ষকের নিয়মিত ক্লাস না নেওয়া তার দ্বারা কোনটির অভাব রয়েছে বলে ধরা যায়?

  1. মূল্যবোধ
  2. বিশ্বাস
  3. বুদ্ধিমত্তা
  4. নৈতিকতা

12744. মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় বা কল্যাণমূলক কাজ করাকে কী বলে?

  1. রাষ্ট্রের দায়বদ্ধতা
  2. সাময়িক দায়বদ্ধতা
  3. সামাজিক দায়বদ্ধতা
  4. ক্রেতা-ভোক্তার দায়বদ্ধতা

12745. শিল্পান্নয়নে সবচেয়ে বড় সমস্যা কোনটি?

  1. পরিবেশ দূষণ
  2. নদী দূষণ
  3. বায়ূ দূষণ
  4. রাস্তাঘাটে অব্যবস্থাপনা

12746. মানসম্মত পণ্য ও উন্নত সেবা সরবরাহ করা ব্যবসায়ের কোন ধরনের দায়িত্ব?

  1. সামাজিক
  2. নৈতিক
  3. ব্যবসায়িক
  4. অর্থনৈতিক

12747. বাংলাদেশে কার্যরত মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোন কোম্পানী কতটি?

  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি

12748. আবুল কাসেমের ছেলে আব্দুর রহমান পরবর্তীতে কী ওষুধ বিক্রয় করে বাবার সুনাম নষ্ট করেছেন?

  1. ভেজাল ওষুধ
  2. নকল ওষুধ
  3. বিদেশি ওষুধ
  4. নিম্নমানের ওষুধ

12749. ব্যবসায় নৈতিকতা কোনটিকে সঠিক পথে পরিচালনা করে?

  1. ব্যবসায়িক উদ্দেশ্য
  2. ব্যবসায়িক রীতি-নীতি
  3. ব্যবসায়িক আচরণ
  4. ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন

12750. কারখানার মেশিন ও জেনারেটরের আওয়াজ কী তৈরি করছে?

  1. শব্দ দূষণ
  2. ভয়াবহ শব্দ দূষণ
  3. পরিবেশ দূষণ
  4. ভয়াবহ পরিবেশ দূষণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline