
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কতটি সিট/আসন সংখ্যা, সময় সুচি ও মানবন্টন দেখে নিন এখান থেকে সকল ইউনিট –
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
২০১৬-২০১৭ সেশনের ভর্তি
সংক্রান্ত গুরুত্বপূর্ণ পোস্ট
=
:: বিভিন্ন ইউনিটের প্রশ্নের
মানবন্টনঃ-
*A ইউনিটের জন্য
বাংলা-৩০,ইংরেজী-৩০,সাধারন জ্ঞাণ
(বাংলাদেশ বিষয়বলী ১০+ আন্তর্জাতিক
বিষয়বলী ১০=২০)
*B ইউনিটের জন্য
বাংলা-২০,ইংরেজী-২০,সাধারন জ্ঞাণ-৪০
*C ইউনিটের জন্য
বাংলা-২০,ইংরেজী-২০(আবশ্যিক) এবং
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য শুধু মাত্র-
( হিসাব বিজ্ঞান+ব্যবসায় নীতি ও
প্রয়োগ=৪০)
@ অন্যান্য বিভাগের জন্য সাধারন জ্ঞাণ
ও আই কিউ =৪০
*D ইউনিটের জন্য ইংরেজী-২০,
পদার্থবিজ্ঞান-২০, রয়ায়ন-২০,
গনিত-২০
* E ইউনিটের জন্য ইংরেজী-২০, পদার্থ
বিজ্ঞান-৩০, গনিত-৩০
*F ইউনিটের জন্য ইংরেজী-২০,সাধারণ
জ্ঞান-২০ এবং দক্ষতা নিরূপণ
পরীক্ষা-৪০
☞বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী দের আবেদনের যোগ্যতা নিচে বিস্তারিত দেওয়া হলো :
.
➽ প্রার্থী কে অবশ্যই বাংলাদেশ এর নাগরিক হতে হবে ।
.
➽ ২০১২/১৩ সনে এসএসসি (ssc) বা মাধ্যমিকি ও ২০১৪/১৫ সনে এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।যারা ২০১১ সালে এসএসসি (ssc) বা মাধ্যমিকি পাস করেছে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে নাহ ।
.
➽ এ বছর বিশ্ববিদ্যালয়ের ভেতরেই প্রতিটি ইউনিট এর পরীক্ষা গ্রহণ করা হবে । মানে পরীক্ষার কেন্দ্র বাইরে কোথাও পড়বে নাহ সব ক্যাম্পাস এর ভিতরেই সিট পড়বে ।
.
➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ নম্বর এসএসসি (ssc) বা মাধ্যমিকি/সমমান পরীক্ষার এবং এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ৪ সাবজেক্ট সহো ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে ।
.
➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ ।
.
➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবারও থাকছে না কোন নেগেটিভ মার্কিং ।
.
.
☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিট এ কতো টি করে আসন সংখ্যা তা নিচে বিস্তারিত দেওয়া হলো :
.
➽ কলা অনুষদে ১৯৫
➽ সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৪৫টি
➽ বিজনেস অনুষদে ২৪০টি
➽ বিজ্ঞান অনুষদে ২৪০টি
➽ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৮০ টি
➽ জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ৯০টি
.
➽ ➽মোট আসন:১১৯০ টি ।
.
.
☞ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে বিস্তারিত দেওয়া হলো ।
.
➽ ➽ মুক্তিযোদ্ধা কোটা শতকরা ৫জন
➽ ➽ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শতকরা ১জন
➽ ➽ প্রতিবন্ধী কোটা শতকরা ১জন
➽ ➽ পোষ্য কোটা শতকরা ১জন
➽ ➽ হরিজন কোটা শতকরা দশমিক ৫ জন
➽ ➽ ৩য় লিঙ্গ হিসেবে হিজড়াদের জন্য শতকরা দশমিক ৫জন নির্ধারণ করা হয়েছে ।
.
.
➽বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষায় মোবাইল,ক্যালকুলেটর, মেমোরি কার্ড সহো সব ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে ।
.
➽ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড ডাউনলোড এর তথ্য :
.
➽ আবেদন করা শেষ হলে এডমিট ডাউনলোড এর তারিখ তোমার মোবাইল এ মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
.
➽পরীক্ষার হলে যেটি যা নিতে হবে :
.
✳এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক বা সমমান এর মুল রেজিস্ট্রেশন কার্ড ।
✳অনলাইন থেকে ডাউনলোডকৃত ২ কপি কালার এডমিট কার্ড ।
.