আন্তর্জাতিক পরিবেশ ইস্যু :

১।বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন।
২।প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬৮ খ্রিস্টাব্দে, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ৪৫তম অধিবেশনে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ২৩তম অধিবেশনে।
৩।১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয় জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন (UNCHE)।

৪।১৯৯২ সালের ৩-৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (UNCED) অনুষ্ঠিত হয়, যেটি ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

৫।প্রথম ধরিত্রী সম্মেলনে অংশ নেয় ১৮৫টি দেশের ৩৫০০ প্রতিনিধি।
৬।১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় পরিবেশ বিষয়ক সম্মেলন – ধরিত্রী সম্মেলন + ৫।

৭।বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন (World Summit on Sustainable Development) অনুষ্ঠিত হয় – ২০০২ সালে।
৮।UNFCCC কার্যকর হয় ১৯৯৪, তৈরি হয় ১৯৯২ সালে।
৯।২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও+২০, যার মূল নাম ‘ইউনাইটেড নেশন কনফারেন্স অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।

১০।১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণে ঐতিহাসিক ভিয়েনা কনভেনশন গৃহীত হয়।

১১।১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল কনভেনশন গৃহীত হয় যার লক্ষ্য বিপজ্জনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং এদের নিয়ন্ত্রণ।

১২।বাংলাদেশ বাসেল কনভেনশন সমর্থন করে – ১৯৯৩ সালে।
১৩।বাংলাদেশ ৯ জুন ১৯৯২ UNFCCC স্বাক্ষর করে এবং ১৫ এপ্রিল ১৯৯৪ সালে তা অনুমোদন করে।

১৪।৫ জুন, ১৯৯২ ব্রাজিলে জীব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালে কার্যকর হয়।

১৫।বাংলাদেশ ১৯৯২ সালে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে এবং ১৯৯৪ সালে তা অনুমোদন কের।

১৬।৫ জুন, ১৯৯২ সালে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষর করে এবং  ১৯৯৪ সালে অনুমোদন করে।

১৭।২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে কার্টাগোনা প্রটোকল গৃহীত হয় এবং ২০০৩ সাল হতে কার্যকর হয়।

১৮।জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে কিয়োটো প্রটোকল হগৃহীত হয় – ১১ সেপ্টেম্বর, ১৯৯৭।

১৯।মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় – ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭।
২০।২০০০ সালে বিশ্ব পরিবেশ বিষয়ক হেগ সম্মেলন অনুষ্ঠিত হয় – নেদারল্যান্ডের হেগ শহরে।

২১।২০০৭ সালে বালি সম্মেলন অনুষ্ঠিত হয় – ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালি দ্বীপে।

২২।বিশ্ব জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোপ-১৫ সম্মেলন অনুষ্ঠিত হয় – ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।

২৩।জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ১৬তম/কানকুন সম্মেলন অনুণিষ্ঠত হয় – মেক্সিকোর কানকুন শহরে।

২৪।জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয় – দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে।

২৫।উন্নত দেশগুলো একটি গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করে – ২০০৯ সালে, কোপেনহেগেন সম্মেলনে।

২৬।ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর সহায়তায় প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার প্রদান করা হবে – ২০২০ সাল হতে।

২৭।Agenda -21 গৃহীত হয় – প্রথম ধরিত্রী সম্মেলন, ১৯৯২ সালে।

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline