বিসিএস – প্রিলিমিনারি – বাংলাদেশ বিষয়াবলি – জাতীয় বাজেট ২০১৬-২০১৭

 

জাতীয় বাজেট ২০১৬-১৭:

● বাজেট: ৪৬তম

● বাজেট ঘোষণা: ২ জুন ২০১৬

● বাজেটের ঘোষক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

● বাজেটের আকার: মোট ৩,৪০,৬০৫ কোটি টাকা (জিডিপি’র ১৭.৩৭%)

● বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ১,১০,৭০০ কোটি টাকা  ৩,৪০,৬০৫ কোটি টাকা। (জিডিপির ৫.৬৫%)

● রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:  ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা।

● রাজস্ব বোর্ড আদায় করবে: ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

● সর্বোচ্চ বরাদ্দ: শিক্ষা ও প্রযুক্তি খাতে। মোট বাজেটের (১৫ দশমিক ৫৩ শতাংশ) বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে (৫২ হাজার ৯১৪ কোটি) টাকা।

● ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা আগের  অপরিবর্তিত রয়েছে। সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা (২ লক্ষ ৫০ হাজার) টাকা।  নারী ও ৬৫ বছর বয়সী বৃদ্ধদের জন্য করমুক্ত আয়সীমা (৩ লক্ষ) টাকা।

● প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৭.২%, মূল্যস্ফীতি ৫.৮%

● ঘাটতি: ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। এ ঘাটতি মোট জিডিপি’র ৫.০ শতাংশ।

●  ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে ৩৬ হাজার ৩০৫ কোটি টাকা (জিডিপি’র ১.৯ শতাংশ) এবং অভ্যন্তরীণ উৎস হতে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা (জিডিপি’র ৩.১ শতাংশ)।

● উন্নয়ন ব্যয় – ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হবে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

● অনুন্নয়ন ব্যয় – ২ লাখ ১৫ হাজার ৭৪৪ কোটি টাকা।

● এটি দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৭তম ও অর্থমন্ত্রী মুহিতের ১০ম বাজেট।

● এবারের বাজেটের দর্শন: প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

● মোট বাজেটের ৭১ দশমিক ৩ শতাংশ অর্থই আসবে জনগণের কাছ থেকে। বাকিটা ঋণ। বৈদেশিক ঋণ থেকে আসবে ৯%,বৈদেশিক অনুদান থেকে ১.৬%, অভ্যন্তরীণ অর্থয়ন ১৮.১%, কর ব্যতীত প্রাপ্তি ৯.৫%, এনবিআর বহির্ভূত কর ২.১%, এনবিআর নিয়ন্ত্রিত কর ৫৯.৭%।

● দাম বাড়বে: হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, বাস ও লরির টায়ার, সুগন্ধি, বায়োমেট্রিক স্ক্যানার, ইউপিএস, আইপিএস, ট্রান্সফরমার, পাথর, রড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, কাগজ ও কাগজজাত পণ্য, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, সিম-রিম, আমদানি করা চাল, অপটিক্যাল ফাইবার ও মশা মারার ব্যাটসহ প্রভৃতি পণ্যের দাম বাড়ছে।

● দাম কমবেঃ দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশসহ প্রভৃতি পণ্যর দাম কমছে।

● মেগা প্রকল্প:

১) পদ্মা সেতু:  ৬ হাজার ৬২ কোটি টাকা।

২) মেট্রোরেল:  ২ হাজার ২ শত ২৭ কোটি টাকা।

৩) রামপাল:   ২ হাজার ৪ শত ৮০ কোটি টাকা।

● (২০১৫-১৬ অর্থবছরের) বাজেটের আকার ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। রাজস্ব আদায়ের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।

প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।

লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline