(মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য আধুনিক যুগ এর অন্তর্ভুক্ত। আধুনিক যুগ থেকে BCS প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১০ নম্বর থাকবে।)
মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক:
সৈয়দ শামসুল হক- পায়ের আওয়াজ পাওয়া যায়
মমতাজ ঊদ্দীন আহমেদ- কী চাহ শংখচীল, বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা
সৈয়দ ওয়ালীউল্লাহ- তরঙভঙ
আলাউদ্দীন আল আজাদ- নরকে লাল গোলাপ
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসঃ
আনোয়ার পাশা- রাইফেল রুটি আওরাত
সৈয়দ শামসুল হক- নিষিদ্ধ লোবান, নীল দংশন
শওকত ওসমান- জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, জলাঙী, নেকড়ে অরণ্য, জন্ম যদি তব বঙে।
শওকত আলী- যাত্রা
হুমায়ুন আহম্মেদ- আগুনের পরশমনি, শ্যামল ছায়া, শংখনীল কারাগার
আল মাহমুদ- উপমহাদেশ
আবু জাফর শামসুদ্দীন- দেয়াল
সেলিনা হোসেন- হাঙর নদী গ্রেনেড, যুদ্ধ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রঃ
জহির রায়হান- Stop Genocide
নাসি উদ্দীন ইউসুফ- একাত্তরের যীশু, গেরিলা
খান আতাউর রহমান- আবার তোরা মানুষ হ
তানভীর মোকাম্মেল- হুলিয়া
তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ- মুক্তির গান
চাষী নজরুল ইলাম- ওরা এগারজন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।