বিশ্বকাপ ফুটবল:
> বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় : ১৯৩০ সালে।
> বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম : ফিফা ট্রফি। সরকারি নাম ’ফিফা ওয়াল্ড কাপ’।
> বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ৪ বছর পর পর।
> ‘গোল্ডেন বল’ রীতি চালু হয় : ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।
> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কার চালু করা হয় : ১৯৩০ সালে।
> ‘গোল্ডেন বুট বা সু’ পুরষ্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয় : ১৯৮২ সালে।
> ‘টোটাল ফুটবলের জনক’ বলা হয় : নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
> জুলে রিমে কাপ তৈরি করা হয় : ১৯৩০।
> জুলে রিমে কাপের ভাস্কর : অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
> বিশ্বকাপের চূড়ান- পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
> ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় : ১৯৭৩ সালে।
> ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর : সিলভিও গাজ্জানিগা, ইতালি।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় : ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম অফিসিয়াল বলের নাম : টেলষ্টার (Telstar ), ১৯৭০।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকটের নাম : ওয়াল্ড কাপ উইলি (Willi ); ইংল্যান্ড ১৯৬৬।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।
> বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ : ব্রাজিল; ১৯ বার।
> বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় : নরম্যান হোয়াইনসাইট (উত্তর আয়ারল্যান্ড); ১৭ বছর ৪১ দিন।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক : টর্মি নিয়োলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।
> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় : রজার মিলা (ক্যামেরুন); ৪২ বছর ৩৯ দিন।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা : মিরস্লাভ ক্লোজা (জার্মানি); ১৬টি।
> বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা : ওলেগ সালেস্কো (রাশিয়া); ৫টি বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।
> বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী : বার্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাষ্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েলবাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৯)।
> বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।
> বিশ্বকাপ ফুটবলে ২০০০তম গোল করেন : মার্কাস এলব্যাক, সুইডেন (২০০৬ সালে, বিপক্ষে ইংল্যান্ড)।
> বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।
> বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।
> বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।
> বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।
> বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যামিস্পয়ন : মারিও জাগালো (ব্রাজিল) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি)।
> ২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ২০১৪ সালে, চ্যাম্পিয়ানঃ জার্মানি (৪ বারের মত বিশ্বকাপ জয়) (রানার্স আপঃ আর্জেন্টিনা)
> ২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ২০১৮ সালে রাশিয়াতে।
> ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ২০২২ সালে কাতারে।
ফিফা ব্যালন ডি’অর এওয়ার্ড (Award):
> ফিফা বর্ষসেরা পুরষ্কার চালু হয় : ১৯৯১ সালে (মহিলা বর্ষসেরা শুরু হয় ২০০১ সালে)।
> ফিফা বর্ষসেরা পুরষ্কারের বর্তমানের নাম : ফিফা ব্যালন ডি’অর এওয়ার্ড।
> ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড’ নামকরণ করা হয় দুটি পুরষ্কারকে একীভূত করে : ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর এওয়ার্ড।
> ডফফা ব্যালন ডি’অর এওয়ার্ড প্রদান করা হবে : ২০১১ সালে।
> ব্যালন ডি’অর : ফ্রান্সের বিখ্যাত ফুটবল ম্যাগাজিন।
> ব্যালন ডি’অর এওয়ার্ড চালু হয় : ১৯৫৬ সালে।
> প্রথম ব্যালন ডি’অর এওয়ার্ড জয় করেন : স্যার ষ্ট্যানলি ম্যাথুজ (ইংল্যান্ড)।
> প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার (পুরুষ) : জার্মানির লোথার ম্যাথিউস।
> ২০১৫ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার : লিয়নেল মেসি (আর্জেন্টিনা) (৫ম বারের মত)
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর