
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 45
441. চর্যাপদ কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পুনরুদ্ধার করা হয়েছে?
- বঙ্গীয় সাহিত্যে পরিষদ
- বাঙ্গালা সাহিত্যে পরিষদ
- পাঠান সুলতান সাহিত্যে পরিষদ
- সেন রাজাদের
442. নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?
- রঘুনন্দ
- কেষ্টা মুচি
- ভবানী বেনে
- নিধু বাবু
443. কবিওয়ালদের মধ্যে পর্তুগীজ খ্রিষ্টান কে ছিলেন?
- কেষ্টা মুচি
- এন্টনি ফিরিঙ্গি
- গোঁজলাই গুই
- দিঘাড়ী ভট্ট
444. গোঁজলা গুই এর উল্লেখযোগ্য শিষ্য কে ?
- লালু নন্দলাল
- রঘুনন্দ
- রামজীবন দাস
- সবাই
445. কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
- ভবানী বেনে
- নিধু বাবু
- লালু নন্দলাল
- কৃষ্ণচন্দ্র চর্মকার
446. কবিগানের কয়টি বিভাগ?
- ২টি
- ৩টি
- ৫টি
- ৪টি
447. বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার________
- IBM
- MAC
- Univac
448. সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি। -কোন কবির উক্তি?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শামসুর রাহমান
- রঙ্গলাল মুখপাধ্যায়
- মধুসূদন দত্ত
449. আসাদের শার্ট আজ আমাদের প্রানের পতাকা।-পংক্তি কার?
- শামসুর রাহমান
- নির্মলেন্দু গুন
- সত্যেন্দ্রনাথ দত্ত
- ফজলূল করিম
450. রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা- পংক্তিটি কার রচিত?
- কাজী নজরুল ইসলাম
- মধুসূদন দত্ত
- সুকান্ত ভট্টাচার্য
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।