
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 20
191. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
- তত্ত্ব বোধিনী পত্রিকায়
- কলেস্নাল
- ধূমকেতু
- কালি ও কলম
192. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
- কল্লোল
- সবুজপত্র
- প্রগতি
- আজাদ
193. কোনটি শামসুর রাহমানের রচনা?
- নিরালোক দিব্যরথ
- নিরন্তর ঘণ্টাধ্বনি
- নির্জন স্বাক্ষর
- নির্বাণ
194. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
- শেখ ফজলল করিম
- কাজী নজরুল ইসলাম
- রবীন্দ্রনাথ ঠাকুর
- গোলাম মোস্তফা
195. সিধুদাস মেলায় নিয়ে গিয়েছিলো-
- এক পয়সা
- দুই পয়সা
- তিন পয়সা
- কোনটিই নয়
196. বাঙ্গাল দেশ ও বাঙালির কথা আছে চর্যাপদের কত নং পদে?
- 43
- 41
- 49
- 48
197. অতুল প্রসাদ সেন- কোন সালে মারা যান?
- 1871
- 1923
- 1899
- 1934
198. সারেং বৌ প্রকাশিত হয়?
- 1952
- 1962
- 1963
- 1969
199. ঝিকিমিকি করে সোনালী নদীর ঐখানে আমাদের পাতার কুটির কার রচনা?
- যোতীন্দ্রমোহন বাগচী
- পেমেন্দ্র মিত্র
- কামিনী রায়
- অচিন্ত্যকুমার সেন গুপ্ত
200. রবীন্দ্রনাথ তার কতটি নাটকে অভিনয় করেছিলেন ।
- 10
- 12
- 13
- 14
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।