
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 17
161. কুড়ি’ কোন ভাষার শব্দ?
- কোল
- তামিল
- বাংলা
- মুণ্ডারী
162. মিলির হাতে স্টেনগান’ – গল্পটি কার লেখা?
- আখতারুজ্জামান ইলিয়াস
- শওকত ওসমান
- শহীদুল জহির
- শওকত আলী
163. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
- শ্রী রাধার ননদিনী
- শ্রী রাধার শাশুড়ি
- রাধাকৃষ্ণের প্রেমের দূতী
- জনৈক গোপবালা
164. কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
- মনীষা মঞ্জুরী
- ভাষার ইতিবৃত্তি
- আধুনিক ভাষাতত্ত্ব
- বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
165. ইলেক বা লোপ চিহ্নের বিরতিকালের সময় কত?
- ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
- ১ বলার দ্বিগুন সময়
- ১ সেকেন্ড
- থামার প্রয়োজন নেই
166. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
- আলাওল
- দৌলত উজীর বাহরাম খান
- সৈয়দ সুলতান
- আব্দুল করিম সাহিত্যবিশারদ
167. ”বিষহরির দোহাই বুঝি বা আর খাটে না” ——’বিলাসী‘ গল্পে এই উপলব্ধি কার?
- বিলসীর
- মৃত্যুঞ্জয়ের
- ন্যাড়ার
- খুড়োর
168. টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়? –
- পাঁচ
- চার
- তিন
- দুই
169. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
- সোমেন চন্দ
- আবুল হাসান
- হুমায়ুন কবির
- কল্যাণ মিত্র
170. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-
- পাগলা কানাই
- লালন শাহ্
- সিরাজ সাঁই
- মদন বাউল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।