
বাংলা-ভাষা-ও-সাহিত্য – বাংলা – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 15
141. Annotation শব্দের অর্থ?
-
টীকা
- ক্রিয়া – অব্যয়
- স্বরবিন্যাস
- সংশোধন
142. পরপদের অর্থ প্রধান্যপায় নিচের কোন সমাসে?
- অব্যয়ীভাব
- বহুব্রীহি
- তৎপুরুষ
- কোনটিও নয়
143. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
- চরিত্রহীন
- পথের দাবী
- দত্তা
- নিষকৃতি
144. বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
- মিশনারি জীবণ
- ফুলমনি ও করুণার বিবরণ
- কৃপার শাস্ত্রের অর্থভেদ
- প্রভু যিশুর বানী
145. কোনটি কাব্যগ্রন্থ?
- শেষের কবিতা
- শেষ প্রশ্ন
- শেষের পরিচয়
- শেষ লেখা
146. তুলতুলা> লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
- সমীকরণ
- ধ্বনিবিপর্যয়
- সমাক্ষর লোপ
- ব্যজ্ঞনচ্যুতি
147. তেইশ নম্বর তৈলচিত্র’ এই উপন্যাসটির লেখক কে ?
- সত্যেন্দ নাথ দত্ত
- আলাউদ্দিন আল আজাদ
- আবুল ফজল
- কাজী মোতহার হোসেন
148. The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
- স্যার জর্জ হ্যারিশন
- ডঃ মুহম্মদ শহিদুল্লাহ
- ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- হরপ্রসাদ শাস্ত্রী
149. কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
- রোশনাই
- অংশুমালা
- জলুসদার
- ভাস্বর
150. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অংকিত হয়েছে?
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের "যাও পাখি"
- দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
- অভিজিৎ সেনের "রহুচন্ডালের হাড়"
- সুনীল গঙ্গোপাধ্যায়ের "পূর্ব -পশ্চিম"
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।