বাংলাদেশের-সামাজিক-পরিবর্তন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 191
1901. পরিবার পরিমন্ডলে মেয়েদের মর্যাদা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
- শিক্ষার প্রসার
- সামাজিক মূল্যবোধের পরিবর্তন
- কৃষির ফলন বৃদ্ধি
- পল্লি বিদ্যুতায়ন
1902. শিক্ষা এমন একটি প্রক্রিয়া যেটি মানুষকে –
- সামাজিক করে তোলে
- দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে
- দারিদ্র্য দূর করে
A,B,C
1903. শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন বাংলাদেশের কোন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটায়?
- রাজনৈতিক ও সামাজিক
- সামাজিক ও সাংস্কৃতিক
- সাংস্কৃতিক ও রাজনৈতিক
- অর্থনৈতিক ও সামাজিক
1904. কোনটি আমাদেরকে কুসংস্কার থেকে মুক্ত রাখে?
- বিবেক
- জ্ঞান
- চেতনা
- শিক্ষা
1905. কোন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পায়নের ফলে নগরায়ণের সৃষ্টি হয়ে থাকে?
- আর্থিক সচ্ছলতা
- সভ্যতার বিকাশ
- সংস্কৃতির বিকাশ
- শিল্পের স্থানীয়করণ
1906. কোনটি সামাজিক পরিবর্তনে এক ধরনের সংস্কার সাধন প্রক্রিয়া?
- শিক্ষা
- নগরায়ণ
- সচেতনতা
- যোগাযোগ
1907. প্রাকৃতিক দুর্যোগের একটি অন্যতম পরিণতি কী?
- অর্থনৈতিক সমস্যার পরিবর্তন
- খাদ্য সংকট
- সাংস্কৃতিক সম্পর্কের পরিবর্তন
- সামাজিক সম্পর্কের পরিবর্তন
1908. সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করে –
- শিক্ষা
- যোগাযোগের মাধ্যম
- জৈবিক উপাদান
A,B
1909. সামাজিক পরিবর্তনের ফল হলো –
- নতুন সৃষ্টির উন্মাদনা
- সমাজ ব্যবস্থায় গতিশীলতা
- নতুন রাষ্ট্রের সূচনা
A,B
1910. শিল্পায়ন যেহেতু দ্রুত ঘটছে তেমনি তার পরিণতিতে কোনটি বৃদ্ধি পাচ্ছে?
- নগরায়ণ
- শিল্পায়ন
- যৌথ পরিবার
- নারীশিক্ষা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-সামাজিক-পরিবর্তন - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 191"