বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 205
2050. রবি বিয়ে করেছেন পাশের গ্রামের নোমান চৌধুরীর কন্যা সোমাকে, বিয়ের পর সোমাকে নিয়ে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। নোমান চৌধুরী মাঝে মধ্যে এসে সোমাকে দেখে যান।বিবাহোত্তর স্বামী-স্ত্রীর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে রবি কোন ধরনের পরিবারের সদস্য?
- নয়াবাস
- মাতৃবাস
- পিতৃবাস
- মাতৃতান্ত্রিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বাংলাদেশের-পরিবার-কাঠামো-ও-সামাজিকীকরণ - এসএসসি-বাংলাদেশ ও বিশ্বপরিচিতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 205"