
চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
দুনীর্তি দমন কমিশনে নিয়োগ পরীক্ষার নির্দেশনা
মোঃ সাইফুল ইসলাম
সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন
সুপ্রিয় সহযোদ্ধাগণঃ
বেশ কিছুদিন আগে আপনারা অনেকেই দুর্নীতি দমন কমিশন এর বিভিন্ন পোস্টে আবেদন করেছিলেন। অনেকেই ইনবক্স করেছিলেন কবে এক্সাম হবে বা অ্যাডমিট কার্ড ছাড়বে। কথা দিয়েছিলাম, জানাবো। দুদক কর্তৃপক্ষআপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭/১১/২০১৫ তারিখে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিনের মধ্যেই আপনাদের যাদের আবেদনপত্র গ্রহন করা হয়েছে, তাদের বর্তমান / স্থায়ী ঠিকানায় অ্যাডমিট কার্ড পাঠানো হবে। অনেক সময় অনেকেই ডাক বিভাগের দীর্ঘসুত্রিতা সহ নানাবিধ কারণে অ্যাডমিট কার্ড না পেতে পারেন। সেক্ষেত্রে অপেক্ষা কর দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে আপনি তা সংগ্রহ করতে পারবেন। অতি উৎসাহী হয়ে এখনি সেটা করতে যাবেন না। যদি দেখেন ২০ নভেম্বর এর মধ্যেও অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন,তাহলে এই পন্থা অবলম্বন করআমরা অনেকেই বিসিএস এর জন্য জীবন দিয়ে ফেললেও সরকারের অন্য চাকরি গুলোর ক্ষেত্রে তেমন একটা সিরিয়াস হই না। কিন্তু দয়া করে দুদকের চাকরিটা কে সিরিয়ারলি নিবেন।
কেন সিরিয়াসলি নেবেনঃ
১।দুদক সরকারের একমাত্র প্রতিষ্ঠান, যেখানে কোটা পদ্ধতিতে উপযুক্ত কাউকে না পাওয়া গেলে মেধাক্রম থেকে নেয়া হয়।
২। মামা-খালু/ ঘুষ/ রেফারেন্স/ ফোনকল ইত্যাদি ছাড়াও এখানে চাকরি পাওয়া যায়। (যদিও এটা অনেকের জন্য দুঃসংবাদ)
৩।এখানে কোন দালালদের মাধ্যমে সুবিধা পাওয়ার সুযোগ নেই। তাই কেউ যদি বলে সে অনুক তমুক, চাকরি ম্যানেজ করে দিতে পারবে, তাকে নিয়ে দুদক প্রধান কার্যালয়ে আমার সাথে বসে চা খেতে চলে আসুন।
tongue emoticon
৪।এবার সবার জন্য খারাপ খবর। সাধারনত, দুদকের প্রিলিমিনারি এক্সামের মাধ্যমে আপনি স্মরণকালের সবচেয়ে কঠিন প্রশ্নটার মুখোমুখি হবেন। আইবিএ, বাংলাদেশ ব্যাংক এর প্রশ্ন সহজ মনে হবে!! মনে রাখবেন, এবার মোট ৮৪০০০ ফর্ম জমা পড়েছে, তাই অধিকাংশ বাদ দিবে প্রিলিমিনারি এক্সাম এর মাধ্যমে। ইংরেজী গ্রামার আর গণিতের উপর বিশেষ প্রস্তুতি নিন। মনে রাখবেন,(আইবিএ+বিসিএস)প্রস্তুতি = দুদক প্রস্তুতি।
৫। দুদকের পোস্টিং গুলো কেবল জেলা শহর গুলোতেই হয়, তাই তেপান্তরের পাড়ে কোন প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার কোন সম্ভাবনা নেই।
৬।সমাজের যেকোনো উচ্চ শ্রেণির লোকজনের সাথে উঠাবসার সুযোগ এই চাকরিতেই পাবেন। যেকোনো এসপি,ডিসি এর চেয়ে কোন অংশে কম মর্যাদা পাবেন না
৭। সবাই আপনার কথা অবশ্যই আমলে নিবে।
৮। পুলিশ বা অ্যাডমিন এর মত পরিবার ভুলে চাকরি করতে হবেনা। পরিবার কে যথেষ্ট সময় দিতে পারবেন
৯। মেয়েদের পোস্টিং এর ব্যাপারে কর্তৃপক্ষখুবই পজিটিভ।
১০। পোস্টের সংখ্যা আরও বাড়বে, কিন্তু কত বাড়বে, সেটা নিশ্চিত নয়।
মোটামুটি সবই বললাম, এবার ১ মাসের জন্য সবভুলে দুদকের জন্য প্রস্তুতি নিন। আপনি যোগ্য হলে অবশ্যই একটি পদ আপনার জন্য অপেক্ষা করছে। সবার জন্য শুভ কামনা।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon