
পরমাণুর-গঠন – জেএসসি-বিজ্ঞান-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 802
8011. Mg2+ হলো-
- একটি ক্যাটায়ন
- Na+ আয়নের ইলেকট্রন বিন্যাস
- অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম
A,B
8012. পরমাণু গঠিত-
- ইলেকট্রন দ্বারা
- প্রোটন দ্বারা
- নিউট্রন দ্বারা
A,B,C
8013. কণা নিয়ে সর্বপ্রথম মতবাদ প্রদান করেন কে?
- অ্যারিস্টটল
- ডেমোক্রিটাস
- গ্যালিলিও
- নিউটন
8014. ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কোনটি?
- পরমাণু অবিভাজ্য
- পরমাণু সবচেয়ে ক্ষুদতম কণা
- পরমাণু বিভাজ্য
- অণু পরমাণু অপেক্ষা বড়
8015. Atomos শব্দের অর্থ কী?
- স্থিতিশীল
- নিস্ক্রিয়
- বিভাজ্য
- অবিভাজ্য
8016. “সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি” উক্তিটি কার?
- ডেমোক্রিটাস
- অ্যারিস্টটল
- কোপারনিকাস
- গ্যালিলিও
8017. আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌলের সংখ্যা কত?
- 2
- 4
- 6
- 8
8018. মৌলিক পদার্থের ধর্মমূলত কিসের উপর নির্ভর করে?
- ভর সংখ্যা
- পারমাণবিক সংখ্যা
- ইলেকট্রন সংখ্যা
- ইলেকট্রন বিন্যাস
8019. X ও Y পরস্পরের আইসোটোপ হলে এদের বেলায় কোনটি সঠিক?
- ভরসংখ্যা সমান
- প্রোটন সংখ্যা সমান
- নিউট্রন সংখ্যা সমান
- স্তর সমান
8020. পরমাণু গঠনকারী উপাদান হল-
- ইলেকট্রন
- পজিট্রন
- প্রোটন
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।