“পণ্যের ক্রয়মূল্য উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য”
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 37
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট | 361. পরোক্ষ কাঁচামাল হলো –
- চিনির জন্য ইক্ষু
- পোশাক তৈরিতে তুলা
- আসবাবপত্র তৈরিতে সিরিস কাগজ
- উপরের সবগুলো
B,C
362. পণ্য উৎপাদনের প্রত্যক্ষ খরচ কোনটি?
- প্যাকিং খরচ
- ক্রয় বাট্টা
- কুলির মজুরি
- বিক্রয় পরিবহন
363. ব্যয় বিবরণী প্রস্তুত করা হয় –
- এক মাসের জন্য
- প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কোনো সময়
- নির্দিষ্ট সময়ের জন্য
- কোনটিই নয়
A,B,C
364. মুখ্য ব্যয় কীভাবে গঠিত হয়?
- কাঁচামাল + শ্রম + খরচ
- প্রত্যক্ষ কাঁচামাল + পরোক্ষ কাঁচামাল + শ্রমিকের মজুরি
- প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ শ্রম + প্রত্যক্ষ খরচ
- প্রত্যক্ষ খরচ + প্রত্যক্ষ মজুরি
365. প্রত্যক্ষ খরচ ব্যতীত কারবারের অন্যান্য পরোক্ষ খরচকে কী বলা হয়?
- উৎপাদন খরচ
- মোট খরচ
- মুখ্য ব্যয়
- উপরিখরচ
366. বেতন, কমিশন, ভাড়া, স্টেশনারি, টেলিফোন বিল ইত্যাদি কোন খরচের উদাহরণ?
- প্রত্যক্ষ খরচ
- বিক্রয় খরচ
- উৎপাদন খরচ
- পরোক্ষ খরচ
367. মি. কালাম একজন ঠিকাদার। তার ঠিকাদারী ব্যবসায়ে যে খরচগুলো সংঘটিত হয় তা হলো –
- যন্ত্রপাতির অবচয়
- টেন্ডার প্রাপ্তির জন্য বিশেষ খরচ
- আসবাবপত্রের মেরামত
- উপরের সবগুলো
A,C
368. ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ সঠিকভাবে হিসাবভুক্ত হলে নির্ণয় করা যায় –
- প্রকৃত লাভ-লোকসান
- প্রকৃত আর্থিক অবস্থা
- প্রকৃত বিক্রয়মূল্য
- ক ও গ
A,B,C
369. নাবিলা ফার্ণিচার প্রতিটি চেয়ার তৈরি করতে ২,০০০ টাকার কাঠ, মিস্ত্রি মজুরি বাবদ ১,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৫০০ টাকা এবং বিক্রয় কর্মীকে ৫০০ টাকা বাবদ খরচ করলো। প্রতিটি চেয়ারের মুখ্য ব্যয় কত?
- ৪০০০ টাকা
- ৩৫০০ টাকা
- ৩০০০ টাকা
- ২৫০০ টাকা
370. বিক্রয় উপরিব্যয়ের অন্তর্ভুক্ত হলো –
- শো-রুম খরচ
- অনাদায়ী পাওনা
- ভ্রমণ খরচ
- উপরের সবগুলো
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো পড়ুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 37"