তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-গুরুত্ব – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 481
4801. কীসের মাধ্যমে দ্রুত লিখিত যোগযোগ করা যায়?
- মোবাইল
- রোবট
- ই-মেইল
- স্যাটেলাইট
4802. পণ্য বা সেবার বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা যায়-
- ব্লগে
- ওয়েবসাইটে
- সামাজিক যোগাযোগ সাইটে
A,B,C
4803. E-Mail -এর পূর্ণরূপ কী?
- Electron Mail
- Electronic Message
- Electronic Mail
- Electron Message
4804. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
- টেলিভিশন
- ফ্যাক্স
- মোবাইল
- রোবট
4805. লিখিত তথ্য ও ছবি প্রেরণ করার জন্য ব্যবহার করা হয়-
- রোবট
- ফ্রাক্স
- ই-মেইল
B,C
4806. শিশুদের টিকা দেওয়া হয় কেন?
- রোগ প্রতিকারের জন্য
- রোগ সারার জন্য
- রোগ মুক্তির জন্য
- রোগ প্রতিরোধের জন্য
4807. পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে-
- পণ্যের কাঁচামাল সংগ্রহে
- পণ্যের উৎপাদন ব্যবস্থাপনায়
- পণ্যের বিনিময়ে মূল্য প্রাপ্তির ক্ষেত্রে
A,B,C
4808. ডেটাবেসে কী সংরক্ষণ করা যেতে পারে?
- রোগীর নাম
- রোগের নাম
- রোগীর সব ধরনের তথ্য
- চিকিৎসা পদ্ধতি
4809. ইউনিলিভার কোম্পানিতে এক মাস আগেও কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ইত্যাদির হিসাবকর্মীর মাধ্যমে করা হতো। কিন্তু বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র,বেতনভাতাদি হিসাবের সফটওয়্যার ইত্যাদি ব্যবহারের মাধ্যমে কোম্পানিটি স্বল্প কর্মী দিয়ে কাজ সম্পন্ন করতে পারছে।
- স্বয়ংক্রিয় যন্ত্র
- বেতন-ভাতাদি হিসাবের সফটওয়্যার
- এন্টিভাইরাস সফটওয়্যার
A,B
4810. স্বল্প কর্মীতে কাজ সম্পন্ন করার জন্য উক্ত কোম্পানিতে কী ব্যবহার করা হয়েছে?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তির-গুরুত্ব - জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 481"