জ্যামিতিক-আলোকবিজ্ঞান – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-পদার্থবিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1435
14341. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও:: 12 cm ফোকাস দূরত্বের দুটি উত্তল লেন্স এবং 25 cm ফোকাস দূরত্বের অবতল লেন্সের সমবায় গঠন করা হলো। সমবায়টির তুল্য ক্ষমতা কত?
- #ERROR!
14342. উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নর উত্তর দাও:: 12 cm ফোকাস দূরত্বের দুটি উত্তল লেন্স এবং 25 cm ফোকাস দূরত্বের অবতল লেন্সের সমবায় গঠন করা হলো। সমবায়টির-
- তুল্য ফোকাস দূরত্ব ধনাত্মক
- ক্ষমতা অভিসারী ধরনের
- দ্বারা বাস্তব বিম্ব গঠন সম্ভব নয়
14343. নিউটন কত সালে প্রমাণ করেন সাদা আলোর প্রকৃতি যৌগিক?
- 1663
- 1668
- 1610
- 1666
14344. লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কী বলে?
- গঠন ফোকাস
- ফোকাস দূরত্ব
- বক্রতার ব্যাসার্ধ
- ফোকাস তল
14345. 10 cm ফোকাস দূরত্ববিশিষ্ট কোন দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে অবাস্তব প্রতিবিম্ব বস্তুর আকারের 2/3 গুণ হবে?
- 6.66 cm
- 3.33 cm
- 10 cm
- 5 cm
14346. প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র কোথায় ব্যবহৃত হয়?
- ভূ-পর্যবেক্ষণে
- গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে
- মানমন্দিরে
- খেলার মাঠে
14347. লেন্সের ব্যাসকে কী বলে?
- ফোকাস তল
- ফোকাস দূরত্ব
- প্রধান ছেদ
- উন্মেষ
14348. উদ্দীপটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের লেন্সদ্বয়ের মধ্যকার দূরত্ব 40 cm. প্রথম প্রতিবিম্ব অভিনেত্র হতে 5 cm দূরে অবস্থিত এবং চূড়ান্ত বিম্ব অভিলক্ষ্যের 10 cm সামনে অবস্থিত। মূল লক্ষ্য বস্তু অভিলক্ষ্যের 4 cm সামনে অবস্থিত। অভিলক্ষ্যেরন ফোকাস দূরত্ব কত?
- 2.6 cm
- 3.6 cm
- 4.6 cm
- 5.66 cm
14349. উদ্দীপটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও: একটি জটিল অণুবীক্ষণ যন্ত্রের লেন্সদ্বয়ের মধ্যকার দূরত্ব 40 cm. প্রথম প্রতিবিম্ব অভিনেত্র হতে 5 cm দূরে অবস্থিত এবং চূড়ান্ত বিম্ব অভিলক্ষ্যের 10 cm সামনে অবস্থিত। মূল লক্ষ্য বস্তু অভিলক্ষ্যের 4 cm সামনে অবস্থিত। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত?
- 2.22 cm
- 3.33 cm
- 4.44 cm
- 5.55 cm
14350. দৃষ্টি সহায়ক যন্ত্রের কাজ কী?
- চোখের অভিসারী ক্ষমতা বৃদ্ধি করা
- অপসারী ক্ষমাত বৃদ্ধি করা
- বীক্ষণ কোণ বৃদ্ধি করা
- প্রতিবিম্বের ঋজ্জ্লতা বৃদ্ধি করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।