1_68089

মাটি

গভীর হালকা, দোয়াশ পলি নিকাশ সম্পন্ন মাটি লেবু চাষের জন্য উত্তম । মধ্যম অম্লীয় মাটিতে বাতাবী লেবু ভালো জন্মে ।

 

বপনের সময়

মধ্য কাতিক থেকে মধ্য-ফাল্গুন (মার্চ থেকে অক্টোবর) মাস ।

 

চাষ পদ্ধতি

গুটি কলম ও বাডিং তৈরী করে মধ্য-বৈশাখ থেকে মধ্য আশ্বিন (মে-সেপ্টেম্বর) মাসে ৫/৫ মি দূরত্বে রোপন করা হয় । সাধারনত ৮-১০ মাসের বাতাবি লেবুর চারা বাডিং ও গ্রাফটিংয়ের জন্য আদিজোর হিসেবে ব্যবহার করা হয় ।

 

সারের পরিমানঃ


সার                   ১-২ বছর      ৩-৪ বছর      ৫-১০ বছর      ১০ বছরের উপর

ইউরিয়া(গ্রাম)    ১৭৫-২২৫     ২৭০-৩০০      ৫০০-৬০০      ৬০০-৭০০

টিএসপি (গ্রাম)   ৮০-৯০        ১৪০-১৭০       ৪০০-৪৫০       ৪০০-৪৫০

এমওপি  (গ্রাম)   ১৪০-১৬০    ৪০০-৫০০      ৪৫০-৫০০      ৬০০-৬৮০

গোবর   (কেজি) ৭-১১            ১০-২০           ১৫-২৫           ২৫-৩০

 

সার প্রয়োগের সময়

সার মধ্য-মাঘ থেকে মধ্য-ফল্গুন (ফেব্রুয়ারী, মধ্য-বৈশাখ থেকে শধ্য-জৈষ্ঠ (মে) ও মধ্য-কার্তিক (অক্টোবর) মাসে প্রয়োগ করা হয় ।

 

অংগ ছাটাই

প্রতি বছর আহরনের পর অবাঞ্ছিত ডালপালা ছাটাই করতে হয় ।

পানি সেচ ও নিকাশ

শুকনা মৌসুমে ২-৩ বার সেচ দিতে হয় । বর্ষার সময় ঘাছের গোড়ায় যাতে পানি জমতে না পারে সেজন্য পানি নিকাশের ব্যবস্থা রাখতে হবে ।

ফল সংগ্রহ

ফল কিছুটা হলদে বর্ণ ধারণ। করলে ১লা ভাদ্র থেকে মধ্য-আশ্বিন (মধ্য-আগষ্ট থেকে অক্টোবরের ১ম সপ্তাহ) ফল সংগ্রহ করা যায় ।

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline