
বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই তিলের চাষ হয় । আমাদের দেশে সাধারনত কালো ও খয়েরি রং এর বীজের চাষ বেশি হয় । তিলের বীজে ৪২-৪৫% তেল এবং ২০% আমিষ থাকে ।
তিলের কান্ড পচা রোগ দমন
তিল গাছ কান্ড পচা রোগে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে ।ম্যাক্রোফোমিনা ফাসিওলিন নামক ছত্রাকের কারনে এ রোগ সৃষ্টি হয় । আক্রান্ত গাছের কান্ডে ছোট,লম্বা, আকা বাকা বিভিন্ন ধরনের গাঢ় খয়েরি ও কালচে দাগ দেখা যায় । এ দাগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং সমস্ত কান্ডে ছড়িয়ে পড়ে । ব্যাপক ভাবে আক্রান্ত গাছের পাতা মরে যায় ।
প্রতিকার
০১। বীজ বপনের পূর্বে ভিটাভেক্স-২০০ ছত্রাকনাশক দ্বারা (২-৩ গ্রাম/কেজি বীজ) বীজ শোধনের মাধ্যমে রোগের আক্রমন কমানো যায় ।
০২। এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে ১ গ্রাম হারে ব্যাভিস্টিন বা ২ গ্রাম হারে ডাইথেন এম-৪৫ প্রতি লিটার পানির সাথে মিশিয়ে ১০ দিন পর ২-৩ বার স্প্রে করতে হবে ।
০৩। ফসল কাটার পর গাছের শিকড়, আগাছা, আবর্জনা ইত্যাদি পুড়ে ফেলতে হবে ।
০৪। একই জমিতে বার বার তিল চাষ থেকে বিরত থাকতে হবে ।
আরও পড়ুনঃ
জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন
6 responses on "জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন"