আম বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় ও উপাদেয় ফল । আমকে ফলের রাজা বলে অবিহিত করা হয়ে থাকে । বাংলাদেশে প্রায় সব জেলাতেই আমের চাষ হয় । আমের প্রধান প্রধান রোগগুলির মধ্যে এনথ্রাক রোগ অন্যতম । এ রোগের আক্রমনে প্রতি বছর আমের একটা বড় নষ্ট হয়ে থাকে ।
এ্যানথ্রাকনোজ রোগের আক্রমনে গাছের পাতা,কান্ড, মুকুল ও ফলে ধুসর বাদামি  রংয়ের  দাহ পড়ে । এ রোগে আক্রান্ত  মুকুল ঝরে যায়, আমের গায়ে কালচে দাগ হয়্ এবং আম পচে যায । কুয়াশা, মেঘচ্ছন্ন ও  ভিজা আবহাওয়ায় এ রোগ ব্যাপকভাবে বিস্তর লাভ করে  এবং সমস্ত মুকুল ঝরে যায়।

  • প্রতিকার
    ১। আমের মৌসুম শেষে গাছের মরা ডালপালা কেটে পুড়ে ফেরতে হবে । কাটা অংশে বরদোপেষ্ট (প্রতি লিটার পিানিতে ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।
    ২।গাছের নিচের মরা পাতা পুড়ে ফেলতে হবে ।
    ৩। গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে টিল্ট-২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি অথবা ডাইথেন এম-৪৫, ২ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । আমের আকার মটর দানার মত হলে ২য় বার স্প্রে করতে হবে ।

 

আরও পড়ুনঃ

জেনে নিন আলুর আগাম ধ্বসা বা আর্লি রোগ দমন

জেনে নিন তিলের কান্ড পচা রোগ দমন

জেনে নিন সরিষার জাব পোকা দমন

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline