images (22)
অর্কিডের বীজ, কান্ড ও কচি পাতা দ্বারা বংশ বৃদ্ধি করা যায় । অর্কিডের একটি পডে ২-৩ টি ভ্রুন থাকে যেগুলোতে ফ্লাট বিপাকীয় কার্যাবলীর অভাব ও বৃদ্ধির জন্য পরিপুরক পুষ্টি মিডিয়ার প্রয়োজন হয় । বর্তমানে অর্কিড কালচারের জন্য বিভিন্ন পুষ্টি ফরমুলেশন পাওয়া যায় । এ সমস্ত ফরমুলেশন ব্যবহার করে বাংলাদেশ কৃষি গভেষনা ইনইষ্টিটিউটের জৈব প্রযুক্তি বিভাগ কচি পাতা কালচার করে বিভিন্ন ধরনের অর্কিডের বংশবৃদ্ধির কৌশল উদ্ভাবন করেছে যেটি প্রচলিত পদ্ধতিতে সম্ভব নয় । 

এ পদ্ধতিতে প্রথমে অর্কিডের কঁচি পাতা সংগ্রহ করা হয় । পাতাগুলোকে প্রথমে ধুয়ে পরিস্কার করে নিতে হয় । জীবানুমুক্ত করার জন্য ৩০ সেকেন্ড ইথানলে ডুবিয়ে রাখতে হয় এবং পরে ১% সোডিয়াম হাইপোকোরাইট দ্রবনে ২-৩ ফোটা টুইন-২০ সহযোগে ৫ মিনিট ডুবিয়ে রাখতে হয় । জীবানুমুক্ত পরিশ্রুত পানি দিয়ে ৩-৪ বার ধৌত করতে হয় ।এ কাজগুলো জীবানুমুক্ত পরিবেশে করতে হয় । পরে পত্রকে বর্গাকারে কেটে কালচান মিডিয়াতে রাখতে হয় । প্রায় ৩০ দিনের মধ্যে কেলাস হয় এবং কেলাস থেকে ৪০-৪৫ দিনের মধ্যে ভ্রূনে রুপান্তরিত হয় । ভ্রূনগুলো চারায় রুপান্তরিত হয় । এভাবে একটি পত্র থেকে অসংখ্য চারা উৎপাদন করা সম্ভব ।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline