এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০২ – কোষ বিভাজন Part 2
? তিন ধরনের কোষ বিভাজন
– অ্যামাইটোসিস কোষ বিভাজন ( প্রত্যক্ষ কোষ বিভাজন)
– মাইটোসিস কোষ বিভাজন (সমীকরণিক কোষ বিভাজন)
– মিয়োসিস কোষ বিভাজন ( হ্রাসমূলক কোষ বিভাজন)
? অ্যামাইটোসিস কোষ বিভাজন ( প্রত্যক্ষ কোষ বিভাজন)ঃ
এককোষী বা অনুন্নত অথবা নিম্নশ্রেণির জীব এ ধরনের কোষ বিভাজন হয় । যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায়ের ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে । অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোন জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি সমান বা অসমান অপত্য কোষের সৃষ্টি করে। আর এ কারণেই অ্যামাইটোসিস কোষ বিভাজন কে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়।
? মাইটোসিস কোষ বিভাজন (সমীকরণিক কোষ বিভাজন) ঃ
প্রকৃত কোষী জীবদেহ গঠনের কোষ বিভাজন হলো মাইটোসিস।যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোসোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন।এছাড়াও বলা যায়, যে কোষ বিভাজনে দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয় সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে একটি প্রকৃত কোষের প্রতিটি ক্রোমোসোমের একটি করে ক্রোমাটিড দু;দিকে দুমেরুতে সরে গিয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃস্টি করে। দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে উদ্ভিদকোষে কোষপ্রাচীর সৃষ্টির মাধ্যমে এবং প্রাণীকোষে প্লাজমামেম্ব্রেন ভেতরের দিকে ডুকে গিয়ে সাইটোপ্লাজম দু’ভাগে ভাগ হয়ে যায় এবং দুটি অপত্য কোষে পরিণত হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস ।
জীব বিজ্ঞান |ক্যারিওকাইনেসিস ৫ টি ধাপে হয় । যথাঃ
✅ প্রোফেজ
✅ প্রো-মেটাফেজ
✅ মেটাফেজ
✅ অ্যানাফেজ
✅ টেলোফেজ
? মিয়োসিস কোষ বিভাজন ( হ্রাসমূলক কোষ বিভাজন) ঃ
মিয়োসিস কোষ বিভাজন ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে অথবা হ্যাপ্লয়েড উদ্ভিদে জাইগোটে ঘটে থাকে।এ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একটি জঠিল পরিবর্ত্নের মাধ্যমে দুবার বিভক্ত হয় এবং বিভক্তির ফলে সৃষ্ট চারটি কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায়।এই জন্যই একে হ্রাসমূলক বিভাজন ও বলা হয়।যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্ট কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয় যায় তাই মিয়োসিস।
মিয়োসিসকে প্রধানত ২ পর্যায়ে ভাগ করা হয়ঃ
✅ মিয়োসিস -১
✅ মিয়োসিস -২
0 responses on "এইচএসসি জীব বিজ্ঞান ১ম পত্র - কোষ বিভাজন"