এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 103
1021. আর্থিক বিবরণী প্রস্তুতের জন্যে কোনটি প্রয়োজন?
- প্রারম্ভিক জাবেদা
- সমাপনি জাবেদা
- সমন্বয় জাবেদা
- নগদ প্রদান জাবেদা
1022. বিক্রয় জাবেদায় উল্লেখ থাকে-
- শর্ত
- চালান নম্বর
- সূত্র
- উপরের সবগুলো
A,B,C
1023. ২০১২ সালের ১ অক্টোবর তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে ২,০০,০০০ টাকা এবং প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে ১,০০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। অক্টোবর ২ তারিখে ৫০,০০০ টাকার পণ্য জনাব মনিরের নিকট হতে বাকিতে ক্রয় করেন। অক্টোবর ১০ তারিখে নগদে জনাব মাসুদের নিকট ৩০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। অক্টোবর ১৫ তারিখে মনিরের নিকট ৫,০০০ টাকার পণ্য ফেরত প্রদান করেন।সাবিনা ইয়াসমিনের মূলধনের পরিমাণ কত?
- ১০০০০ টাকা
- ২০০০০ টাকা
- ৩০০০০ টাকা
- ২৫০০০ টাকা
1024. অক্টোবর ৫ তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হবে-
- ক্রয় জাবেদায়
- নগদ প্রদান জাবেদায়
- সাধারণ জাবেদায়
- কোনটিই নয়
B,C
1025. প্রাপ্ত ও প্রদত্ত বাট্টা কখনও ___ পাওয়া যায় না।
- সরাসরি
- পাওনাদারের কাছে
- বিক্রেতার কাছে
- নগদ টাকায়
1026. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
- নগদে বিক্রিত পণ্য ফেরত ক্ষেত্রে
- বাকিতে পণ্য ফেরত ক্ষেত্রে
- নগদে পণ্য বিক্রয় ক্ষেত্রে
- বাকিতে পণ্য বিক্রয় ক্ষেত্রে
1027. কোনটি বিক্রয় জাবেদায় লেখা হয়?
- নগদে বিক্রয়
- ধারে পণ্য বিক্রয়
- ধারে বিক্রয়
- সকল বিক্রয়
1028. রুমি এন্ড কোং ধারে ৫,০০০ টাকার পণ্যসামগ্রী বিক্রি করে। বিক্রির ওপর ১৫% ভ্যাট আরোপ করতে হবে। তাহলে ঐ কোম্পানির দেনাদারের পরিমাণ কত?
- ৫ টাকা
- ৭৫০ টাকা
- ০০০ টাকা
- ১৫ টাকা
1029. চেক পেয়ে সঙ্গে ব্যাংকে জমা দিলে কোন হিসাবটি ক্রেডিট হবে?
- ব্যাংক হিসাব
- পাওনাদার হিসাব
- দেনাদার হিসাব
- নগদান হিসাব
1030. দোকান হতে পণ্য চুরি ১,০০০ টাকা, এখানে ডেবিট দিকে কোনটি বসবে?
- পণ্য চুরি হিসাব
- নগদান হিসাব
- ক্রয় হিসাব
- বিবিধ ক্ষতি হিসাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
0 responses on ""জাবেদা" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 103"