এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 160
1591. উন্নত দেশগুলো চাঁদা দিয়ে জাতিসংঘে অবদান রাখছে আর বাংলাদেশ ভূমিকা রাখছে –
- শান্তি মিশনে অংশগ্রহণ করে
- শান্তি মিশনে জীবন বিসর্জন দিয়ে
- দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে
- একটিও নয়
A,B
1592. ১৯৪১-১৯১৯ সাল পর্যন্ত কোন যুদ্ধ সংঘটিত হয়?
- প্রথম বিশ্বযুদ্ধ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- উপসাগরীয় যুদ্ধ
- পাক-ভারত যুদ্ধ
1593. যুদ্ধ বয়ে আনে মানব জাতির জন্য অবর্ণনীয় –
- দুর্যোগ
- দুর্ভোগ
- অশান্তি
- উপরের সবগুলো
B,C
1594. স্বাধীনতা পায়নি এরূপ এলাকার তত্ত্বাবধানের জন্য জাতিসংঘের কোন পরিষদ গঠিত?
- সামাজিক পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অছি পরিষদ
- সাধারণ পরিষদ
1595. বাংলাদেশে ইউএনডিপির মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি?
- ৬টি
- ৭টি
- ৮টি
- ৯টি
1596. জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য –
- ইউনিসেফ বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন করে
- ‘হু’ স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে
- ‘ফাও’ খাদ্য ও কৃষির উন্নয়নে কাজ করে
- একটিও নয়
B,C
1597. প্রতিবছর কত তারিখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়?
- ২৫ নভেম্বর
- ২৮ নভেম্বর
- ১০ জানুয়ারি
- ২০ মার্চ
1598. হেগ শহর কোথায়?
- আমেরিকায়
- ব্রিটেনে
- নেদারল্যান্ডে
- নিউজিল্যান্ডে
1599. কোনো নতুন রাষ্ট্র যদি জাতিসংঘের সদস্য হতে চায় তাহলে শান্তিকামী হওয়ার পাশাপাশি কোনটি আবশ্যক?
- জনবহুল রাষ্ট্র হতে হবে
- জাতিসংঘের আইন-কানুন মেনে চলার অঙ্গীকার
- নিয়মিত পর্যাপ্ত চাঁদা প্রদান করতে হবে
- নিয়মিত জাতিসংঘ দিবস পালন করতে হবে
1600. পাড়ার ছেলেরা এলাকায় দ্বন্ধকলহ নিরসনে একটি ‘শান্তি ক্লাব’ প্রতিষ্ঠা করে। কিন্তু ক্লাবটি ঠিকমতো কাজ করতে পারছিল না। অবশেষে আশপাশের সবগুলো পাড়াকে নিয়ে পুরো গ্রাম ব্যাপী ‘গ্রাম শান্তি পরিষদ’ গঠন করে। এতে করে পুরো গ্রামে শান্তির সুবাতাস বইতে থাকে। ‘গ্রাম শান্তি পরিষদ’ কোন বিশ্ব সংস্থার সাথে সাদৃশ্যপূর্ণ?
- FAO
- জাতিসংঘ
- OIC
- WHO
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি রসায়ন মডেল টেস্ট
এসএসসি বাংলা ১মপত্র “দেনাপাওনা”
এসএসসি “Finance Banking” মডেল টেস্ট
0 responses on ""জাতিসংঘ ও বাংলাদেশ" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট অনুশীলন - 160"