
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 71
701. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু —- হতে পারে না?
- ১০ সেন্টিমিটার
- ১৩ সেন্টিমিটার
- ৭ সেন্টিমিটার
- ১১ সেন্টিমিটার
702. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অন্য কোণটি কত?
- ৫৫°
- ৪৫°
- ৪০°
- ৬০°
703. কোন ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদবিন্দুকে কি বলে?
- ভরকেন্দ্র
- পরিকেন্দ্র
- বহিঃকেন্দ্র
- অন্তঃকেন্দ্র
704. কোন ত্রিভুজের দুইটি কোণ ১০° ও ৮০° হলে ত্রিভুজটি হবে–
- স্থূলকোণী
- সমকোণী
- সূক্ষ্ণকোণী
- সমবাহু ত্রিভুজ
705. একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে কোণটি কত ডিগ্রি?
- 32
- 35
- 45
- 60
706. নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
- ৩, ৫, ৮
- ৩, ৪, ৫
- ৩, ৫, ৬
- ৩, ৬, ৯
707. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা ৯ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
- ৯√৩
- ৯√৩/৪
- ৩√৩/৪
- ২√৩/৪
708. SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে—
- ৬০ বার
- ১২০ বার
- ১৮০ বার
- ৪২০ বার
709. ক্রিকেট খেলায় বুলবুল, বাশার ও এনামূল সর্বমোট ২৮০ রান করলো। বুলবুল ও বাশারের রানের অনুপাত ২ : ৩, বাশার ও এনামূলের রানের অনুপাত ৩ : ২ হলে প্রত্যেকে কে কত রান করে?
- (৬০, ৯০, ১২০)
- (৮০, ১২০, ৮০)
- (৯০, ১০০, ৯০)
- (১০০, ৮০, ১০০)
710. এক ব্যাক্তির ৪ টি খেলার জ্যাকেট, ৫ টি শার্ট এবং ৩ জোড়া মোজা আছে। কত উপায়ে এগুলোকে বাছায় করা যায়?
- 4
- 5
- 12
- 60
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।