
গাণিতিক-যুক্তি – গণিত – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 62
611. কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
- 22
- 25
- 29
- 85
612. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
- 1.2
- 1.25
- 1.4
- 1.5
613. ৬০ মিটার বিশিষ্ট একটি বাঁশকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
- ৮ মিটার; ২২ মিটার; ৩০ মিটার
- ১০ মিটার; ২০ মিটার; ৩০ মিটার
- ৯ মিটার; ২১ মিটার; ৩০ মিটার
- ১২ মিটার; ২০ মিটার; ২৮ মিটার
614. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
- ৬৫ বছর
- ২৮ বছর
- ৩৩ বছর
- ৫৩ বছর
615. কোন সংখ্যাটি বৃহত্তম?
- 0.3
- 42738
- √০.৩
- 42771
616. কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
- 0.15
- 0.1
- 0.12
- 0.11
617. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
- ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
- ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
- ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
- ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
618. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
- 70
- 80
- 90
- 100
619. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
- 0.04
- 0.06
- 0.05
- 0.07
620. ১,০০০ টকা ক ও খ ১:৪ অনুপাতে বাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২:১:১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
- ১০০ টাকা
- ৪০০ টাকা
- ২০০ টাকা
- ৮০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।