খাদ্য-ও-পুষ্টি – জেএসসি-বিজ্ঞান-13 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 735
7346. মানবদেহে পুষ্টির জন্য কোন ধরনের শর্করা বেশি প্রয়োজন?
- জটিল
- সরল
- কঠিন
- যৌগিক
7347. দেহের কোন অংশ চর্বি জাতীয় এসিড তৈরি হয়?
- অগ্ন্যাশয়ে
- পিত্তে
- যকৃতে
- পাকস্থলিতে
7348. যে জৈব উপাদান জীবের দেহ গঠন, শক্তি উৎপাদন ব্যবহৃত হয় তাকে কী বলে?
- পুষ্টি
- খাদ্য
- আমিষ
- শ্বেতসার
7349. চালে কোন খাদ্য উপাদান বেশি থাকে?
- আমিষ
- ভিটামিন
- শ্বেতসার
- খনিজ লবণ
7350. ১ গ্রাম শর্করা কত কিলোক্যালরি তাপ উৎপন্ন করে?
- 3
- 4
- 5
- 6
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "খাদ্য-ও-পুষ্টি - জেএসসি-বিজ্ঞান-13 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 735"