কিভাবে ডিভিডি অর্ডার করবেন-প্রশ্নোত্তর

কোন কোন কোর্সের ডিভিডি আছে?

ইশিখন.কম এ বর্তমানে কেবলমাত্র কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির উপর ডিভিডি রয়েছে। আমরা শীঘ্রই অষ্টম থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত সকল ডিভি বের করবো।
বর্তমানে আমাদের

  • কম্পিউটার বেসিক: >মাষ্টার ইন বেসিক কম্পিউটার ম্যানেজমেন্ট, > বেসিক কম্পিউটার এন্ড ইন্টারনেট প্রো, >বেসিক অফিস প্রোগ্রাম, >এডভান্স অফিস প্রোগ্রাম, >এডভ্যান্স এক্সেল, >এমএস এক্সেস পর একাউন্ট ম্যানেজমেন্ট, >পাওয়ার পয়েন্ট ম্যাজিক প্রেজেন্টেশন।
  • ওয়েব ডিজাইন:>এইচটিএমএল, >সিএসএস, >এইচটিএমএল৫, >সিএসএস৩, >পিএসডি টু এইচটিএমএল, >রেসপন্সিভ ওয়েব ডিজাইন, >ওয়েব ডিজাইন শুরু থেকে শেষ, ডোমেইন-হোস্টিং এবং সিপ্যানেল।
  • ওয়েব ডেভেলপমন্টে :> পিএইচপি+মাই এসকিউএল, >কোড ইগনিটার ফ্রেইমওয়াডর্ক, >অবজেক্ট অরিয়েন্টেড পিএইচপি, পিএইচপি এর মাধ্যমে একটি পুর্ণাঙ্গ ডায়নামিক সাইট তৈরী, >জাভাস্ক্রিপ্ট, >জাভাস্ক্রিপ্ট প্রাকটিক্যাল প্রজেক্ট, >জেকুয়েরী, এঙ্গুলার জেএস, >নো জেএস, >এক্স-এইচটিএমএল, >রেগুলার এক্সপ্রেশান, জেনকোডিং এবং নোটপ্যাড।
  • টুডি ডিজাইন – গ্রাফিক্স ডিজাইন :> ফটোশপ সিএস৬ বেসিক এন্ড ফটো এডিটিং, >ফটোশপ সিএস৬ এডভ্যান্স, >এডোবি আফটার ইফেক্ট, >এডোবি ফ্ল্যাশ এনিমেশন, >এডোবি মায়া, >এডোবি সি সি, >এডোবি ইলাস্ট্রেটর সিএস৬ বেসিক, >এডোবি ইলাস্ট্রেটর এডভ্যান্স,  >লোগো ডিজাইন, >ভেক্টর ডিজাইন।
  • থ্রি-ডি ডিজাইন: >বেসিক ভিডিও এডিটিং, >এডোবি প্রিমিয়াম, >থ্রি-ডি স্টুডিও ম্যাক্স, >এডোবি ফ্ল্যাশ থ্রি-ডি।
  • সিএমএস: >ওয়ার্ডপ্রেস বেসিক, >ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, >ওয়ার্ডপ্রেস প্ল্যাগইন ডেভেলপমেন্ট, জুমলা বেসিক, জুমলা টেমপ্লেট ডিজাইন, জুমলা এক্সটেনশান।
  • মোবাইল এপপ: এন্ড্রয়েড এপপ ডেভেলপমেন্ট।
  • প্রোগ্রামিং: সি, সি++, জাভা।

উপরোক্ত টিউটোরিয়ালগুলো রয়েছে। উপরের প্রতিটি টিউটোরিয়াল ডিভিডি র লিস্ট আমাদের টিউটোরিয়াল ডিভিডি পাতায় মুল্যসহ দেওয়া রয়েছে। টিউটোরিয়াল অর্ডার করতে উক্ত টিউটোরিয়ালে ক্লিক কর এবং “কার্টে যোগ কর এ ক্লিক কর

কিভাবে ডিভিডি অর্ডার করবো?

ডিভিডি অর্ডার কোর্সের মতই। তবে ডিভিডি অর্ডার করার জন্য আপনার ইশিখন.কম এ একাউন্ট না থাকলেও সমস্যা নেই। প্রতিটি টিউটোরিয়াল ডিভিডি র লিস্ট আমাদের টিউটোরিয়াল ডিভিডি পাতায় মুল্যসহ দেওয়া রয়েছে।

  • টিউটোরিয়াল অর্ডার করতে উক্ত টিউটোরিয়ালে ক্লিক কর এবং “কার্টে যোগ কর” এ ক্লিক কর
  • আপনি চাইলে একাধিক ডিভিডি একসাথে অর্ডার করতে পারেন, এজন্য যতগুলো ডিভিডি অর্ডার করবেন, উক্ত ডিভিডি তে গিয়ে একইভাবে “কার্টে যোগ কর” এ ক্লিক করবেন।
  • পরের পেইজে আপনার অর্ডারের ডেলিভারী চার্জসহ মোট টাকার পরিমাণ দেখবেন।
  • এবারে একদম নিচে ডানপাশে “চেকআউট করতে এগিয়ে যান”  বাটনে ক্লিক কর
  • পরবর্তী পেইজে নাম নাম, ঠিকানা, ফোন নং ইত্যাদি দিন। *(স্টার) দেওয়া ঘরগুলো পুরণ না করলে ভুল দেখাবে। অন্যগুলো খালি রাখলেও সমস্যা নেই। শহরের ঘরে, আপনার থানার নাম দিন।
  • নিচ থেকে আপনি যে মাধ্যমে টাকা পাঠাবেন, উক্ত তথ্য দিন, বিকাশে কিংবা ডাচ-বাংলা মোবাইলের জন্য মোবাইল ব্যাংকি এ ক্লি কর
  • এরপর নিচ থেকে “আমি শর্তাবলী ও পরিস্থিতি পড়েছি এবং মেনে নিচ্ছি” তে টিক দিয়ে, “অর্ডার পাঠান” এ ক্লি কর
  • এরপর আপনার ডিভিডি অর্ডার হয়ে গেছে, উক্ত পেইজে আপনি কিভাবে বিকাশ করবেন, তার বিস্তারিত পাবেন। তবুও আপনাদের সুবিধার জন্য ঔই লেখাটি এখানে তুলে দিলাম
  • নিচে আমাদের বিকাশ নাম্বারসমুহ দেওয়া আছে, অর্ডার করার পর আপনার নিজের কিংবা বিকাশের দোকান থেকে মোট টাকা বিকাশ কর বিকাশ করার সময় অপশন ১ থেকে 1. Send Money তে গিয়ে আমাদের বিকাশ নাম্বার সমুহের যেকোন একটি নাম্বার দিন। এরপর Reference এর ঘরে আপনার অর্ডার নাম্বার লিখুন: উপরে প্রথমেই Order Number: নামে অর্ডার নাম্বার দেওয়া আছে, যেমন: 3010, এই সংখ্যাটি Reference ঘরে লিখুন। তাহলেই আমরা বুঝবো, এটা আপনার পেমেন্ট।
    ইশিখন পেমেন্ট এর সকল নাম্বার পার্সোনাল। আমাদের যেহেতু দৈনিক প্রচুর অর্ডার হয়, তাই বিকাশ নাম্বারগুলোর যদি প্রথমটাতে না পাঠানো সম্ভব হয়, তবে দ্বিতীয় নাম্বার অথবা পরবর্তী নাম্বারগুলো চেষ্টা করবেন।

বিকাশ নাম্বারসমুহ:  01948858258,01842858258,01960991073,01679824195।
আপনার ডিভিডি অর্ডার করার পর, মেইলে উক্ত অর্ডারের বিস্তারিত চলে যাবে। এরপর আপনি বিকাশ করার পর উক্ত কোর্সে ঢুকতে পারবেন এবং আপনার ইমেইলে ইনভয়েচ চলে যাবে।

ডিভিডি আসতে কতদিন লাগবে?

  • ডিভিডি যেতে সাধারণ ১ দিন সময় লাগে। অর্থাৎ আজকে অর্ডার করলে আগামীকাল পেয়ে যাবেন। তবে অবশ্যই দুপুর ১টার আগে করতে হবে।
  • দুপুর ১টার পর করলে পরশু পাবেন। আর ঢাকার বাইরে থানা পর্যায়ে গেলে অনেক সময় ৪/৫ দিনও সময় লেগে যায়।
  • তবে জেলা জেলাশহরগুলোতে আজ পাঠালে পরদিন পৌঁছে যায়। ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়।
  • এছাড়াও ঢাকার বাইরে জেলা শহরগুলোতে সম্ভব হলে হোম ডেলিভারি দেওয়া হবে, না হলে কুরিয়ার থেকে সংগ্রহ করতে হবে।

কোন কুরিয়ারে পাঠানো হয়?

আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডিভিডি পাঠিয়ে থাকি?

অনলাইন অর্ডার ছাড়া আর কোনভাবে অর্ডার করা যাবে কি?

জি,সাইট থেকে অর্ডার ছাড়াও আপনি চাইলে মোবাইল অর্ডার কিংবা ফেসবুক অর্ডার করতে পারেন।
মোবাইল অর্ডার করতে, আপনার ডিভিডি র মুল্য সাথে ৪০ টাকা কুরিয়ার চার্জসহ আমাদের বিকাশ নাম্বার সমুহে বিকাশ করে 01948858258 এ আপনার নাম, ব্যক্তিগত মোবাইল নং-, ঠিকানা, কোর্সের নাম, যে নাম্বার থেকে বিকাশ করেছেন উক্ত নাম্বার লিখে SMS করবেন।
ফেসবুক অর্ডার করতে, বিকাশ করে আপনি আমাদের ইশিখন.কম ফ্যানপেইজ কিংবা ইনফোনেট ফ্যানপেইজেও আপনার নাম, ব্যক্তিগত মোবাইল নং-, ঠিকানা, কোর্সের নাম, যে নাম্বার থেকে বিকাশ করেছেন উক্ত নাম্বার লিখে মেসেজ করতে পারেন।

সরাসরি সংগ্রহ করা যাবে কি?

আমাদের অফিস থেকে কোন প্রকার ডিভিডি বিক্রি হয় না।
তবে আপনি চাইলে আমাদের আউটলেটগুলো থেকে সংগ্রহ করতে পারেন।
ঢাকার আগারগাঁও(নিকর কম্পিউটার ২য় তলা, চলমান লিফ্টের বামপাশের একটি দোকার পর), এলিফ্যান্ট রোড-(লাল-সবুজ ভিডিডি কর্ণার, শপ-৩২০, মাল্টিপ্ল্যান সেন্টার), নিলক্ষেতে কয়েকটি স্বনামধণ্য দোকান এবং রকমারি.কম থেকে আমাদের ডিভিডি সমুহ সংগ্রহ করতে পারেন।

ডিভিডি হাতে পেলে টাকা দিবো – (ক্যাশ অন ডেলিভারি) দেওয়া হয়?

না, আমাদের পক্ষ থেকে ব্যাপারটা একটু জটিলতাপুর্ণ মনে হয়, তাই আমরা দু:খিত, এই প্রক্রিয়াটা আমাদের নেই। তবে আপনি চাইলে রকমারি.কম থেকে আমাদের ডিভিডি সমুহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline