কম্পিউটার-নেটওয়ার্ক – জেএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 488
JSC-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | 4871. কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
4872. Drop box কী?
- একটি হার্ডওয়্যার
- একটি ওয়েব ব্রাউজার
- একটি সেবা যেটি তথ্য সংরক্ষণ করে
- একটি মোবাইলের নাম
4873. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
- মিডিয়া
- রেডিও
- খবরের কাগজ
- টেলিভিশন
4874. নিচের কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না?
- সুইচ
- রিপিটার
- রাউটার
- হাব
4875. বর্তমান পৃথিবীতে বড় সম্পদ কোনটি?
- সোনা
- রূপা
- তথ্য
- খনিজ সম্পদ
4876. নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা প্রদান করে সেটিকে কী বলে?
- সার্ভার
- ক্লায়েন্ট
- প্রোটোকল
- টার্মিনাল
4877. কে তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে?
- সবাই
- ক্ষমতাশীল মানুষ
- সাধারণ মানুষ
- সরকার
4878. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে প্রয়োজন-
- হার্ডওয়্যার
- সফটওয়্যার
- দক্ষ লোক
A,B,C
4879. কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
4880. নেটওয়ার্কের একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে নেটওয়ার্ক পুরো নষ্ট হয় না?
- রিং
- স্টার
- মেশ
- হাইব্রিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "JSC-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট - 488"