
তথ্যপ্রযুক্তি:
21331. ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হলে কোথায় প্রবেশ করতে হয়?
- তাদের নিজস্ব ওয়েবসাইটে
- সংবাদপত্রে
- ফেসবুকে
- ইউটিউবে
21332. চার্লস ব্যাবেজ এর গণনা যন্ত্র কতটি?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
21333. মেইনফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন প্রতিষ্ঠান?
- অ্যাপল
- আইবিএম
- ইনটেল
- জেরোক্স
21334. উইডোজ কী?
- হিসাব নিকাশের প্রোগ্রাম
- নেটওয়ার্কের আপারেটিং সিস্টেম
- কম্পিউটার অপারেটিং সিস্টেম
- ডেটাবেজ প্রটোকল
21335. বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কতজন?
- ৭০ লাখ
- ৮০ লাখ
- ১ কোটি
- অসংখ্য
21336. টুইটার সদস্যদের টুইট –
- বার্তগেুলো যে কোনে পেইজে দেখা যায়
- বার্তগুলো তাদের নিজস্ব পেইজে দেখা যায়
- তাদের অনুসারীরা পড়তে পারে
B,C
21337. ২০১৪ এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
- প্রায় ১০০ কোটি
- প্রায় ১১০ কোটি
- প্রায় ১১৫ কোটি
- প্রায় ১১৯ কোটি
21338. বিল গেটস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম কী?
- অ্যাপল
- আইবিএম
- ইনটেল
- মাইক্রোসফট
21339. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
- 1970
- 1971
- 1972
- 1973
21340. ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কী বোঝায়?
- কম্পিউটার প্রস্তুত দেশ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংবলিত আধুনিক বাংলাদেশ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনালগ বাংলাদেশ
- ডিজিট বাংলাদেশ
তথ্যপ্রযুক্তি | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।