
কম্পিউটারের গতি নিয়ে কি চিন্তিত? বুজতে পারছেন না কিভাবে বারাবেন আপনার কম্পিউটারের গতি?
কম্পিউটার এর গতি বাড়ানোর কৌশল
- কম্পিউটারের গতি বাড়ানো যায় কিছু বিষয়ে খেয়াল রাখলে। তেমন কিছু বিষয় নিচে দেওয়া হলো-
১. কম্পিউটারে কখনো Theme ইনস্টল করা উচিত নঢ। থিম কম্পিউটারকে অনেক থীর করে দেয।
২. কম্পিউটারে অ্যানিমেটেড ওয়ালপেপার, কথা বলা ঘড়ি (ভয়েস ঘড়ি) ইত্যাদি ইনষ্টল করবেন না। এগুলো কম্পিউটারকে ধীর করে দেয।
৩. Recycle bin সব সময় ফাঁকা রাখুন। Recycle bin- এ কোনো ফাইল রাখবেন না। Recycle bin- এ ফাইল রাখলে কম্পিউটারের গতি কমে যায়।
৪. Start থেকে Run-এ ক্লিক করে এক এক করে Prefetch, temp, %temp%, cookies, recent, লিখে ok কর ফোল্ডারগুলো খুললে সবগুলো ফাইল মুছে ফেলুন (ডিলিট)। কোনো ফাইল না মুছলে সেটি বাদ দিযে বাকিগুলো মুছে ফেলুন।
৫. কিছু সময পরপর Start থেকে Run- এ ক্লিক করে treeলিখে ok কর এতে র্যামের কার্য ক্ষমতা রাড়বে।
৬. ডেস্কটপে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Properties-এ যান। এখন ডান পাশ থেকে Seteings-এ ক্লিক করে ১৬ বিট নির্বাচন করে ok কর
৭. আবার Start থেকে run-এ ক্লিক করে msconfig লিখে ok কর এখন ডান পাশের Services-এ ক্লিক কর যে প্রোগ্রামগুলো সব সময় কাজে লাগে না, সেগুলোর বাঁ পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন। এখন Startup-এ ক্লিক করে বাঁ পাশের সবগুলো টিক চিহ্ন তুলে দিয়ে ok কর Restart দিতে বললে Restart দিন।
৮. এখন My Computer খুলে সি ড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। তারপর Disk Cleanup-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা কর নতুন উইন্ডো এলে বাঁ পাশের সবগুলো বাক্সে টিক চিহ্ন দিযে ok করএভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করতে পারেন।
৯. Start থেকে Control Panel -এ যান। Automatic Updates-এ ডবল ক্লিক করTurn off Automatic Updates নির্বাচন করে ok তে ক্লিক কর যাঁরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাদেঁর জন্য প্রযোজ্য।
১০. My Computer-এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced Settings সিলেক্ট করে Performance -এর নিচে Settingsg-এ ক্লিক করএখন Customs সিলেক্ট করে সবার নিচের বক্সের টিক চিহ্নটি রেখে বাকি সবগুলো তুলে দিয়ে ok কর
১১. আবার My Computer-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যান। এখন Advanced সিলেক্ট করে নিচে ডান পাশে Error Reporting-এ ক্লিক কর Disable সিলেক্ট করে ok কর
১২. My Computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties এ যান। এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিযে ok তে ক্লিক করডেস্কটপে যত কম আইকন রাখা য়ায় ততোই ভালো।
আরও পড়ুনঃ
কম্পিউটারের সকল কিবোর্ড শর্টকাট।
কম্পিউটার, দাম আড়াই কোটি টাকা।
কিভাবে দ্রুত কম সময়ে কম্পিউটার চালু করবেন জেনে নিন।
কম্পিউটারে মাউসের ব্যবহারের ধরন দেখেই মিথ্যুবাদীকে চেনা যাবে।