ওয়েব ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য শীর্ষ কয়েকটি কোড/টেক্সট এডিটর – TOP Code/Text Editor For Web Developers and Programmers
আপনি প্রেগ্রামার হউন, ওয়েব ডেভেলপার হন কিংবা একজন লেখক হউন, একটি ভালো মানের টেক্সট এডিটর অবশ্যই আপনার জন্য দরকারী, সেটা যেকোন অপারেটিং সিস্টেমেই হোক।
কারণ আপনি ব্যবহার করলেই বুঝবেন, আপনার কাজগুলোকে কত সহজ করে তোলে এই টেক্সট এডিটর। একটি টেক্সট এডিটরই কেবল পারে কয়েক মাসের কাজকে কেবল কয়েক সেকেন্ড এ শেষ করতে। তার জন্য আপনাকে টেক্সট এডিটরের রেগুলার এক্সপ্রেশন, ম্যাক্রো, এছাড়াও প্রতিটি কোর্সের জন্য এই টেক্সট এডিটরগুলোতে আলাদা কিছু প্ল্যান ইন রয়েছে, যার মাধ্যমে আপনি আইডিই (IDE) এর চেয়েও অতি দ্রুত ডিজাইন করতে পারবেন। যেমন: ওয়েব ডিজাইন এর জন্য, জেনকোডিং কিংবা ইমেট। পাইথন আর জাভা এর কিছু এডভান্স ফাংশন জানলে তো টেক্সট এডিটরকে আপনি গার্লফ্রেন্ড এর চেয়েও বেশি ভালোবাসবেন :p ।
আমরা আজ শীর্ষ ৫টি টেক্সট এডিটর নিয়ে সামান্য আলোচনা করছি। ইশিখন.কম এ নোপ্যাড++ এবং সাবলাইন নিয়ে একটি কোর্স চালু আছে। এটি কেবলমাত্র এডভ্যান্স ওয়েব ডেভেলপার এবং প্রোগ্রামারদের জন্য, যারা নোটপ্যাড++ এবং টেক্সট এডিটর সর্ম্পকে পরিপুর্ণ জানেন না তাদের জন্য ইশিখন.কম এর উক্ত কোর্সটি রিকমেন্ড করছি। নিচে আমরা প্রতিটি টেক্সট এডিটরের আপাতত ডাউনলোড লিংকগুলো দিলাম আর সংক্ষিপ্ত আলোচনা করলাম:
সাবলাইন টেক্সট এডিটর-Sublime Text Editor:
ক্রস প্ল্যাটফর্ম আর ইউজার ফ্রেন্ডলি ফিচারগুলোর জন্য নোটপ্যাড++কে সহজে হার মানিয়ে দ্রুত জনপ্রিয় হয়েছে এই টেক্সট এডিটরটি। আমার (ইব্রাহিম আকবর) নিজেরও এটিই প্রথম পছন্দ। নিদির্ষ্ট প্র্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জন্য আলাদা আলাদা প্লাগইন এবং এড অন্স ও এর ব্যবহার, অত্যন্ত শক্তিশালী সার্চ (ফাইন্ড-রিপ্লেস, গোটু ফিচারস), শত শত ইউজার ফ্রেন্ডলি কিবোর্ড কমান্ড। ট্যাব ইন্টারফেস সিস্টেম, যাতে একই সময়ে শত শত ডকুমেন্ট কিংবা ফাইল ওপেন করা যায়। এছাড়াও আরো প্রচুর সুবিধা যেটি কাজ না করলে এবং প্রাকটিক্যালী না দেখালে বোঝানো অসম্ভব
সাবলাইন টেক্সট এডিটর ফুল ভার্সন – Sublime Text Editor Download Full Version here
নোটপ্যাড++ Notepad++
অনেক আগ থেকেই ওয়েব ডেভেলপারদের কাছে জনপ্রিয় এই টেক্সট এডিটর এবং ব্যবহাকারীর দিক দিয়ে বর্তমানে নোটপ্যাড প্লাস প্লাস ই শীর্ষে। তার প্রধানকারণ হলো এর কিবোর্ড কমান্ড এবং ব্যবহার করতে ওয়েব ডেভেলপাররা অনেক দিন থেকেই অভ্যস্ত হয়ে আছেন। এটি মুলত মাইক্রোসফ্টের উইন্ডোজ এর ডিফ্ট নোটপ্যাড এর আদলে তৈরী। কোডার/প্রোগ্রামারদের সুবিধা দিতে নোটপ্যাড এর সাথে বিভিন্ন ফাংশন যুক্ত করেই এটি তৈরী করা হয়েছে। এটি এখনো ডেভেলপিং এর কাজ চলছে। তবে এর ফিচারগুলোও অত্যন্ত পাওয়ারফুল, যেমন: ম্যাক্রো রেকডিং, ট্যাবেড ইন্টারফেস, ডকুমেন্ট ম্যাপ, অটো কমপ্লেশন ও টেক্সট শর্টেনিং এবং আরো অনেক ফিচার।
নোটপ্যাড++-ডাউনলোড লিংক Notepad++ Downoad downlink
ভিম এবং এর পুনরাবৃত্তি-VIM and Its Iterations
ভিম!, ভাই নামটা শুনলেই মনটা হালকা হয়, মনে হয় সকল সমস্যার সমাধান আর দ্রুতটা তার অভ্যাগত বৈশিষ্ট্যা। আমার দেখা সবচেয়ে পাওয়ারফুল ফিচার নিয়ে গঠিত একমাত্র টেক্সট এডিটর ভিম। এত ফিচার থাকলেও অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি আর কাজ করাটাও খুব সহজ। এজন্যই এটি ওয়েব ডেভেলপারদের প্রথম পছন্দ। সবারই কিছু কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে, যার জন্য তাকে বেছে নিতে হয়। ভিম এমন এক টেক্সট এডিটর যেটি আপনার কাজ দেখেই কিছু কিছু কাজ নিজ থেকেই করে দেয় ;)।
ভিম ডাউনলোড লিংক-VIM Download Link
বাকি দুটি টেক্সট এডিটর হলো যথাক্রমে এটম এবং ইমাক্স। আজ সময় কম বিধায়, ঔই দুটির ফিচার নিয়ে আলোচনা করতে পারলাম না। তবে এই ৫টি টেক্সট এডিটর নিয়ে আলাদা আলাদা পোস্ট করবো। সময় করে। সে পর্যন্ত সাথেই থাকুন। কোন টেক্সট এডিটর সর্ম্পকে আপনার মতামত দিতে ভুলবেন না।
এটম টেক্সট এডিটর ডাউনলোড লিংক – Atom Text Editor Download Link
ইমাক্স টেক্সট এডিটর ডাউনলোড লিংক – Emacs Text Editor Download Link