এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 931
9301. অপুর নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া গেল কোন ঘটনায়?
- মাকে আমের কথা বলে দেওয়ায়
- মাকে ক্ষুধার কথা বলে দেওয়ায়
- দিদির কথা মন দিয়ে না শোনায়
- বাবা বাড়িতে আসলে ঘুমিয়ে পড়ায়
9302. মৌরীফুল হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের –
- উপন্যাস
- নাটক
- গল্পগ্রন্থ
- প্রবন্ধ
9303. তিন্নি ও তার ছোট ভাই কৌটা থেকে গুঁড়ো দুধ চুরি করে খেযেছে। মা জিজ্ঞেস করায় ভাই কথাটি প্রকাশ করে ফেলে। এখানে আম আঁটির ভেঁপু গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে –
- লুকিয়ে আম খাওয়া
- তেল নুন চুরি করা
- অপুর বোকামি
B,C
9304. অপুর মতো দুর্গার গায়ের রং অতটা –
- কালো নয়
- ফর্সা নয়
- শ্যামলা নয়
- উজ্জ্বল নয়
9305. কুটোগাছ বলতে কী বোঝানো হয়েছে?
- লতা
- তৃণ
- ছোট গাছ
- দুর্বা
9306. দুর্গাদের বাড়ি থেকে কত সময়ের পথ গেলে ভুবন মুখুয্যের বাড়ি?
- চার মিনিট
- পাঁচ মিনিট
- ছয় মিনিট
- সাত মিনিট
9307. তিস্তা বিছনায় শুয়ে শুয়ে সারাক্ষণ পুতুলের বিয়ের স্বপ্ন দেখে। তিস্তার এ বৈশিষ্ট্য অপুর যে বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ –
- চোখ বুজে থাকা
- খেলার কল্পনা করা
- খাপরা ছুঁয়ে দেখা
A,B
9308. ঝিলিক এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে বাইরে দৌড়ে গেল। ঝিলিকের এ বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ –
- দুরন্তপনা
- প্রকৃতিপ্রেম
- উচ্ছলতা
A,C
9309. জারা শব্দের অর্থ হলো –
- জ্বালানো
- ছিঁড়ে ফেলা
- জীর্ণ করা
- পরিত্যক্ত
9310. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাশ করেন?
- দশগ্রাম স্কুল
- বনগ্রাম স্কুল
- পঞ্চগ্রাম স্কুল
- দেবীগ্রাম স্কুল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-1-পদ্য-19-আম-আঁটির-ভেঁপু - এসএসসি-বাংলা-1-পদ্য - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 931"