এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 266
2651. ইতিহাসের উপাদানসমূহ সংরক্ষণ করা হয়-
- জাদুঘরে
- গ্রন্থাগারে
- মহাফেজখানায়
A,B,C
2652. বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিষ্টাব্দে?
- 1970
- 1971
- 1972
- 1973
2653. যেসব তথ্য প্রমানের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে কী বলে?
2654. ইতিহাস পাঠ মানুষকে সাহায্য করে-
- বর্তমান অবস্থাকে বুঝতে
- ভবিৎষ্যত অনুধাবন করতে
- অতীত নিয়ন্ত্রণ করতে
A,B
2655. সামগ্রিকভাবে যেটি কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই কী?
2656. বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
2657. বাংলায় আগত পরিব্রাজকদের থেকে জানা যায় তৎকালীন-
- ফা-হিয়েন
- হিউয়েন সাং
- ইৎসিং
A,B,C
2658. বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়?
- দু ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
2659. সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসের উপাদান গুরুাত্বপূর্ণ। এর যথার্থ কারণ হলো-
- তৎকালীন সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়
- অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
- রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়
A,B,C
2660. সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে-
- যুদ্ধ
- গল্পকাহিনী
- আইন
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 266"