এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 300
2991. আইয়ুব খান ছয়দফা ঘোষণা করেন-
- রাষ্ট্রদোহী বলে
- পাকিস্তানের প্রতি হুমকি বলে
- মুক্তির সনদ বলে
A,B
2992. সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?
- অমানবিকভাবে
- পৈশাচিক কায়দায়
- গোপনে
- গুলি করে
2993. গণতন্ত্রকে উপেক্ষা করে পশ্চিম পাকিস্তানিরা দেশ শাসন করতে থাকে-
- স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে
- একনায়কতান্ত্রিক পদ্ধতিতে
- সামরিকতন্ত্রের পদ্ধতিতে
A,B
2994. নবম শ্রেণির অত্র কিশোর মতিউর রহমানের হত্যার প্রতিবাদে আগুন লাগিয়ে দেয়া হয়-
- দৈনিক পাকিস্তান পত্রিকা অফিসে
- দৈনিক মর্নিং নিউজ অফিসে
- দৈনিক পাকিস্তান ইনডিপেনডেন্ট অফিসে
A,B
2995. মৌলিক গণতন্ত্রকে সীমিত গণতন্ত্র বলা হয়। এর যথার্থ কারণ কী?
- নির্দিষ্ট সংখ্যক লোকের ভোটাধিকার ছিল
- নির্দিষ্ট সংখ্যক জনগণ প্রেসিডেন্ট নির্বাচন করতে পারত
- কেবল জেলা পরিষদে নির্বাচিত সদস্যরাই প্রেসিডেন্ট নির্বাচন করত
- কেবল ইউনিয়ন পরিষদের মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হত
2996. আইয়ুব খান কেন ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন?
- অযোগ্যতার জন্য
- সংসদীয় সরকার গঠনের জন্য
- মৌলিক গণতন্ত্র চালুর জন্য
- গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
2997. বাংলাদেশে সামরিক সরকার ব্যবস্থা চালু করেন এরশাদ এবং একই সাথে আস্থা ভোটনীতি চালু করেন। এরশাদের সাথে মিল রয়েছে কার?
- আইয়ুব খান
- ইস্কান্দার মির্জা
- ইয়াহিয়া খান
- নূরুল আমিন
2998. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
- 1945
- 1946
- 1947
- 1948
2999. মৌলিক গণতন্ত্রের স্তরগুলোতে সদস্য থাকত-
- নির্বাচিত
- মনোনীত
- দলগত
A,B
3000. রাশেদ ব্রিটিনের প্রখ্যাত আইনজীবী স্যার উইলিয়াম এমপিকে নিয়ে আলোচনা করছিল। উক্ত নামটি বাংলাদেশের কোন ঘটনার সাথে জড়িত?
- ভাষা আন্দোলন
- ৭০-এর নির্বাচন
- গণঅভ্যুত্থান
- আগরতলা মামলা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 300"