
৯ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হলেও অনেকেই পিন কোড পাননি বলে জানিয়েছেন ইশিখন.কমকে।
সাধারণত আবেদন করার পর আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে একটি পিনকোড তথা সিকুরিটি কোড যায়, যেটা পরবর্তী ভর্তি কার্যক্রমের জন্য প্রয়োজন হয়। কিন্তু মোবাইল হারিয়ে গেলে বা কোন কারণে মেসেজটি ডিলিট হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। এজন্য সর্বপ্রথম করণীয় পিন নাম্বারটি মোবাইলের পাশাপাশি অনলাইনে অন্য কোথাও সংরক্ষণ করা।
একাদশ ভর্তির পিন পুনঃরুদ্ধার
এরপরেও কারো পিন নাম্বার পরিবর্তন সর্ম্পকিত কোন সমস্যা থাকলে এই লিংকে গিয়ে আপনার এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষার বিস্তারিত তথ্য দিয়ে একাদশ শ্রেণি ভর্তির পিন পুনরুদ্ধার করতে পারবেন।
পিন পুন:রুদ্ধার করতে এখানে ক্লিক কর