এইচএসসি – জীব বিজ্ঞান – ১ম পত্র – অধ্যায় ০২ – কোষ বিভাজন Part 1
✍ কোষঃকোষ শব্দের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে তার প্রকাশিত একটি গ্রন্থে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণকৃত কর্ক কোষের কথা উল্লেখ করেন।এটি জীবের ক্ষুদ্রতম একক জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে।এই পৃথিবীতে কিছু জীব এককোষী যেমন ব্যাকটেরিয়া,এবং কিছু জীব বহুকোষী যেমন মানুষ।
জীব বিজ্ঞান |কোষকেন্দ্রের ধরনের উপর ভিত্তি করে কোষ প্রধানত দুই প্রকার: আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ অনেকটা স্বাধীন, কিন্তু প্রকৃত কোষ বহুকোষী জীবের মধ্যে থেকে অন্যের সাথে মিলে কাজ করে।
✍ Walter flemming ১৮৮২ সালে সামুদ্রিক সালামান্ডার (Triturus maculosa) কোষে ১ম কোষ বিভাজন দেখতে পান।কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং গুরুত্ত্বপূর্ণ বৈশিষ্ট্য।জীব দেহে কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার দ্বারা জীবের দৈহিকবৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে । যে প্রক্রিয়ায় জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে । বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে অপত্য কোষ (Daughter cell) এবং যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃ কোষ (Mother cell) বলে ।এককোষী নিশিক্ত ডিম্বক হতেই কোষ বিভাজন প্রক্রিয়ায় এক সময় কোটি কোটি কোষের সমন্বয়ে একটি পরিণত মানুষ সৃষ্টি হয়।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://HOSTbelt.com/
লাইভ কোর্স অফারঃ https://eshikhon.com/pro-offer/
0 responses on "জীব বিজ্ঞান ১ম পত্র - কোষ বিভাজন"