এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 14
131. আর্থিক বিবরণীর ধাপ –
- বিশদ আয় বিবরণী
- মালিকানা স্বত্ব বিবরণী
- আর্থিক অবস্থার বিবরণী
- কোনটিই নয়
A,B,C
132. বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় ৩০,০০০ টাকা আয় বহির্ভূত যেহেতু –
- পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়নি
- নগদ টাকা পাওয়া যায় নি
- অর্থ পাওয়ার অধিকার সৃষ্টি হয় নি
- কোনটিই নয়
A,C
133. কোনটির উপর কোনো লাভ ধরা উচিত নয়?
- বাকিতে বিক্রীত পণ্য
- দরিদ্রদের কাছে বিক্রীত পণ্য
- অবিক্রীত পণ্য
- আত্মীয়দের কাছে বিক্রীত পণ্য
134. কোনটি কারবারের আর্থিক অবস্থা প্রদর্শন করে?
- জাবেদা
- আর্থিক অবস্থা বিবরণী
- রেওয়ামিল
- খতিয়ান
135. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় –
- বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে
- আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে
- মালিকানা স্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে
- খ ও গ
A,B
136. নিট লাভের ফলে কী হয়?
- মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়
- মালিকানাস্বত্ব হ্রাস পায়
- মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে
- কোনটিই নয়
137. কোনটি পরোক্ষ খরচ?
- কারবারি খরচ
- নিরীক্ষা খরচ
- বীমা
- উপরের সবকটি
138. শিক্ষানবিস সেলামি বিশদ আয় বিবরণীতে –
- পরিচালন আয়
- পরিচালন ব্যয়
- অপরিচালন আয়
- অপরিচালন ব্যয়
139. সুনাম, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব কী ধরনের সম্পত্তি?
- অদৃশ্যমান সম্পত্তি
- দৃশ্যমান সম্পত্তি
- অস্থায়ী সম্পত্তি
- উপরের সবগুলো
140. হিসাব নিরীক্ষকের ফিস আর্থিক বিবরণীতে দেখানো হয় –
- পরিচালন ব্যয় হিসাবে
- অপরিচালন ব্যয় হিসাবে
- পরিচালন আয় হিসাবে
- আদৌ কোন হিসাবেই অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মডেল টেস্ট
0 responses on ""আর্থিক বিবরণী" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 14"