চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
সংখ্যা বের করার উপায়
টাইপ-১
এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটি একটি সংখ্যা হতে যত বড় অন্য একটি সংখ্যা হতে তত ছোট।
অর্থাৎ দুটি সংখ্যা দেওয়া থাকবে অন্য একটি সংখ্যা নির্ণয় করতে হবে।
টেকনিক:
নির্ণেয় সংখ্যাটি=(১ম সংখ্যা+ ২য় সংখ্যা)/২
উদাহরণ: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ থেকে তত ছোট । সংখ্যাটি কত?
সংখ্যাটি=(৩০১+৩৮১)/২
=৩৪১
টাইপ-২
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকবে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে।
ছোট সংখ্যা=(বর্গের অন্তর-১)/২
বড় সংখ্যা =ছোট সংখ্যা +১
উদাহরণ: দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় কর , যাদের বর্গের অন্তর ৪৭।
ছোট সংখ্যা=(৪৭-১)/২
=২৩
বড় সংখ্যা=২৩+১ =২৪
উত্তর; সংখ্যা দুইটি ২৩,২৪
টাইপ-৩
কোন লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সাথে আরেকটি সংখ্যা যোগ করলে যোগফল আবার ৩/৪ টি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে।
নির্ণেয় সংখ্যা= প্রদত্ত সংখ্যা গুলোর ল.সা.গু – যা যোগ করতে বলা হবে
(মনে রাখা ভালো: যেটি যোগ করতে বলবে তা ল.সা.গু থেকে বিয়োগ করতে হবে)
উদা: কোন লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যার সাহে ৩ যোগ করলে ২৪,৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে।(২৬তম বি.সি.এস)
উত্তর:
২৪, ৩৬, ৪৮ এর ল.সা.গু=১৪৪
নিণেয় সংখ্যা= ১৪৪-৩=১৪১
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: সংখ্যা বের করার উপায়"