🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

আজকের টিপস: আলোচিত সাহিত্য ও স্রষ্টা-২

চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।

আলোচিত সাহিত্য ও স্রষ্টা-২

আবোল তাবোল কার রচনা- সুকুমার রায়।

আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ- রাত্রি শেষ।

আহসান হাবিবের বিখ্যাত উপন্যাস- অরণ্য নীলিমা।

নোলক কবিতা আল মাহমুদের   অর্ন্তগত- লোক লোকান্তর গ্রন্থের

আকাঙ্খিত অসুন্দর কাব্যগ্রন্থের রচয়িতা — ফজল শাহাবুদ্দীন।

আমি কিংবদন্তীর কথা বলাছি কাব্যগ্রন্থের রচিয়তা — আবু জাফর উবায়দুল্লাহ।

ইস্তাম্বুল যাত্রীর পত্র এর রচিয়তা — ইব্রাহিম খাঁ।

ঈশ্বর পাটনী চরিত্রের স্রষ্টা — ভারতচন্দ্র রায়গুনকর(অন্নদামঙ্গল)।

ইউসূফ-জুলেখা কাব্যের রচিয়তা — শাহ মুহাম্মদ সগীর।

ইসমাইল হোসেন সিরাজী যে কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার নাম – অনল প্রবাহ।

উমর ফারুক কবিতা কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভূক্ত- জিঞ্জির।

উদাসিন পথি-র মনেরকথা উপন্যাসের রচয়িতা — মীর মশাররফ  হোসেন।

উত্তম-পুরুষ উপন্যাসের রচয়িতা — রশীদ করিম।

এ গ্রামার অব দি বেংলী ল্যাঙ্গুয়েজ এর রচিয়তা — ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

এ-ই কি বলে সভ্যতা প্রহসণটি – মাইকেল মধুসুদন দত্ত এর রচনা

এসো বিজ্ঞানের রাজ্যে গ্রন্থটির রচিয়তা — আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।

ওরা কদম আলী নাট-র রচিয়তা — মামুনুর রশিদ।

প্রধানমন্ত্রীত্বের নয় মাস গ্রন্থটির রচিয়তার নাম কি- আতাউর রহমান খান।

স্বৈরাচারের দশ বছর গ্রন্থটির রচিয়তার নাম কি- আতাউর

Central bank of #দেশের নাম

Central bank of Russia
Central bank of Iran
Central bank of Myanmar
Central bank of Iraq
Central bank of  Nepal
Central bank of sriLanka
Central bank of  philippines
Central bank of  egypt
Central bank of Brazil 

চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon

   
   

0 responses on "আজকের টিপস: আলোচিত সাহিত্য ও স্রষ্টা-২"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved