অম্ল – জেএসসি-বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 705
7042. মিথেন কতটি ‘H’ পরমাণু রয়েছে?
- 2
- 3
- 4
- 5
7043. সাবান তৈরিতে ব্যবহৃত ক্ষারকটির রাসায়নিক নাম কী?
- চর্বি
- সোডিয়াম হাইড্রোঅক্সাইড
- সোডিয়াম ক্লোরাইড
- পটাসিয়াম ক্লোরাইড
7044. নির্দেশক কী?
- এক ধরনের পেপার
- একটি রাসায়নিক পদার্থ
- ছক টেবিল
- একটি নির্দেশিকা
7045. K মৌলটি ও NO-3 মূলক দ্বারা গঠিত যৌগটি-
- একটি লবণ
- একটি এসিড
- পানিতে দ্রবণীয়
A,C
7046. অ্যাপেল কোন এসিড বিদ্যমান?
- ট্যানিক
- ম্যালিক
- সাইট্রিক
- টারটারিক
7047. কোন ধাতুটি এসিডের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে?
- Cu
- Na
- Za
- AI
7048. CuO যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
- পিচ্ছিল
- পানিতে দ্রবীভূত হয়
- নীল লিটমাসকে লাল করে
- টক স্বাদ বিশিষ্ট
7049. লবণ উৎপাদনে ক্ষারকের সাথে কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়?
- ক্ষার
- এসিড
- পানি
- গ্যাস
7050. কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্বক ক্ষতি হয়?
- প্রাকৃতিক এসিড
- খনিজ এসিড
- ম্যালিক এসডি
- ট্যাননিক এসিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - জেএসসি-বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 705"