অফ-পেজ এসইও এর খুঁটিনাটি – পর্ব ১ এ আমরা আলোচনা করেছিলাম অফ-পেজ এসইও এর ৭ টি কার্যকরী পদ্ধতি। আজ আমরা অফ-পেজ এসইও এর আরও নতুন ৭ টি কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করব।
নাম্বার ৮ঃ ফোরাম পোস্টিং : অনলাইনে অনেক ফোরাম রয়েছে, যেখানে বিভিন্ন সমস্যা নিয়ে বা অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আপনি চাইলে আপনার সাইটের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণ করে একটি ভালো মানের ব্যাকলিংক পেতে পারেন। আপনি যদি ফোরামে একটি ভালো অবস্থানে আসতে পারেন, তাহলে এখান থেকে একটি ডুফলো ব্যাকলিংক পেতে পারেন, যদি সেই ফোরাম তার সিগনেচার অপশনে ডুফলো লিংক দেওয়ার অনুমতি দেয়।
নাম্বার ৯ঃ লোকাল বিজনেস লিস্টিং : এই প্রক্রিয়া লোকাল বিজনেস বা লোকাল পরিচিতির জন্য সবচেয়ে বেশি কার্যকর। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট টার্গেটেড ভিজিটর পেতে পারেন। এমন মানসম্মত কিছু লোকাল লিস্টিং/বিজনেস ডিরেক্টরি সাইট হচ্ছে Yellow Pages, Superpages, MojoPages ইত্যাদি। কিন্তু এগুলো USA লোকাল লিস্টিং সাইট। প্রতিটি দেশের জন্য আলাদা করে লোকাল লিস্টিং সাইট থাকে। তাই আপনি আপনার টার্গেটেড দেশের জন্য সে দেশের লোকাল লিস্টিং সাইটে আপনার বিজনেস লিস্টিং কর এর থেকে যেমন আপনার ব্যবসার প্রচারণা হচ্ছে, ঠিক তেমনি আপনার সাইটের জন্য তৈরি হচ্ছে একটি ব্যাকলিংক।
নাম্বার ১০ঃ সোশ্যাল বুকমার্কিং : বর্তমানে সোশ্যাল বুকমার্কিং জনপ্রিয় একটি মাধ্যম আপনার সাইটের ব্যাকলিংক পাওয়ার জন্য। কিন্তু এ ক্ষেত্রেও আপনাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কেননা, এখন এমন অনেক সোশ্যাল বুকমার্কিং সাইট রয়েছে, যেগুলো স্প্যামি। তাই আপনাকে মানসম্মত সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতেই কাজ করতে হবে, যেমন : Digg, Delicious, StumbleUpon, Propeller ইত্যাদি।
নাম্বার ১১ঃ ভিডিও শেয়ারিং : ফটো শেয়ারিংয়ের মতোই ভিডিও শেয়ারিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম। এখানে আপনি আপনার সাইটের ভিডিও শেয়ার করবেন। ট্রাফিক আপনার ভিডিও পছন্দ করলে তারা এটি শেয়ার করবে, কমেন্ট করবে এবং আপনি আরো ভিজিটর পাবেন। ভালো মানের কিছু ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে YouTube, Metacafe, Dailymotion ইত্যাদি।
নাম্বার ১২ঃ প্রশ্ন-উত্তর সাইট : এটি একটি মানসম্মত ব্যাকলিংক পাওয়ার জন্য খুবই জনপ্রিয় একটি পন্থা। আপনি বিভিন্ন প্রশ্ন-উত্তর, যেমন : Quora, Yahoo Answer, Cha-Cha ইত্যাদি সাইটে গিয়ে আপনার নিশ/টপিক রিলেটেড বিষয়ে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে একটি মানসম্মত প্রোফাইল তৈরি করে তার পর এখান থেকে ভালো ব্যাকলিংক পেতে পারেন।
নাম্বার ১৩ঃ Web 2.0 : আপনি আপনার মূল বা মানি সাইটকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন Web 2.0 (যেমন : Blogger, WordPress, Tumblr ইত্যাদি) সাইটগুলো ব্যবহার করতে পারবেন। এতে করে আপনি আপনার নিজের সাইটের জন্য ভালো মানের ডুফলো ব্যাকলিংক তৈরি করতে পারেন।
নাম্বার ১৪ঃ ব্লগ কমেন্ট : আপনি আপনার সাইটের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অন্যান্য মানসম্মত ব্লগের আর্টিকেলে কমেন্টের মাধ্যমে আপনার সাইটের জন্য ব্যাকলিংক পেতে পারেন। যদিও বর্তমানে অধিকাংশ ব্লগই নোফলো ব্যাকলিংক দিয়ে থাকে, তার পরও আপনি এখান থেকে কিছু ভিজিটর পেতে পারেন।