অংশীদারি-ব্যবসায়ের-হিসাব – এইচএসসি-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 106

 

অংশীদারি-ব্যবসায়ের-হিসাব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-হিসাববিজ্ঞান ২য়পত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 106

1051. অংশীদারগণ যদি দু’মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করে উক্ত উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে?

  1. ৫.৫ মাসের
  2. ৩.৫ মাসের
  3. ২.৫ মাসের
  4. ১.৫ মাসের

1052. চুক্তির অবর্তমানে প্রযোজ্য নীতিমালার মধ্যে রয়েছে –

  1. লাভ-ক্ষতি সমহারে বন্টিত হবে
  2. অংশীদারদের ঋণের ওপর ৬% হারে সুদ পাবে
  3. ব্যবসার সব অফিসে হিসাবের খাতাপত্র সংরক্ষিত থাকবে
  4. উপরের সবকটিই সঠিক

1053. ব্যবসায়ের সাথে অংশীদারদের দেনা-পাওনা সমন্বয় করে কী নির্ণয় করা হয়?

  1. প্রকৃত মুনাফা
  2. বন্টনযোগ্য লাব বা ক্ষতি
  3. সঞ্চিত মুনাফা
  4. মোট মুনাফা

1054. অংশীদারি ব্যবসায় গঠিত হয় –

  1. ১৯১৩ সালের আইন অনুযায়ী
  2. ১৯৩২ সালের আইন অনুযায়ী
  3. ১৯৯১ সালের আইন অনুযায়ী
  4. ১৯৯৪ সালের আইন অনুযায়ী

1055. স্থিতিশী মূলধন পদ্ধতিতে-

  1. দুটি পৃথক হিসাব রাখা হয়
  2. মূলধন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে
  3. উদ্ভূত দেনা-পাওনা চলতি হিসাবে লিপিবদ্ধ করা হয়

1056. অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো-

  1. চুক্তিবদ্ধ হওয়া আবশ্যক
  2. নিবন্ধন বাধ্যতামূলক য়
  3. অসীম দায়

1057. প্রতি মাসের মাঝামাঝিতে উত্তোলন ছিল ১,২৫,০০০ টাতা তরে. এর ৫% সুদের পরিমাণ কত?

  1. ৩৭৫০০ টাকা
  2. ৩৯৭০০ টাকা
  3. ৪১৫০০ টাকা
  4. ৪৩৭০০ টাকা

1058. তিনজন ব্যক্তি একটি ব্যবসায়ে মালিকানা গঠন করে, যেটি চুক্তিবদ্ধ। কিছু দিন পর একজন অংশীদার মারা গেল। বাকি দুজন অংশীদার ব্যবসায়ে কী করতে পারবেন?

  1. নতুন অংশীদার নিতে পারেন
  2. নতুন চুক্তি তৈরি করতে পারেন
  3. ব্যবসায়ের বিলোপসাধন করতে পারেন
  4. নতুন করে মূলধন আনতে পারেন

1059. সুজন ব্রাদার্স’ কোম্পানিতে বছর শেষে বন্টনযোগ্য মুনাফা দাঁড়ায় ৩২,৫০০ টাকা। এটিকে ৩ : ৪ অনুপাতে বিভক্ত করা হলে ৩/৭ অংশে টাকার পরিমাণ কত হবে?

  1. ১৮৫৭১ টাকা
  2. ১৬৪৭৫ টাকা
  3. ১৩৯২৯ টাকা
  4. ১১৯২৮ টাকা

1060. সামিয়া ও সাহাতাজ দুজন অংশীদার ৩ : ২ অনুপাতে মুনাফা ভাগ করে নেয়। তারেদ প্রারম্ভিক মূলধন ছিল ২০,০০০� ও ৩০,০০০ টাকা। বছর শেষে মুনাফার পরিমাণ ৯৬,০০০ টাকা। সাহাতাজের সমাপনী মূলধনের পরিমাণ কত?

  1. ৪৮৪০০ টাকা
  2. ৫৮৪০০ টাকা
  3. ৬৮৪০০ টাকা
  4. ৭৮৪০০ টাকা

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline