
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 4
31. সাগরে ঘূণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে_______
- জলোচ্ছ্বাসের তীব্রতা বৃদ্ধি পায়
- জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়
- বাতাসের গতি বৃদ্ধি পায়
- জোয়ারের উচ্চতা বৃদ্ধি পায়
32. সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন এলাকায়?
- আটলান্টিক মহাসাগরের বহি:সীমানা বরাবর
- ভারত মহাসাগরের বহি:সীমানা বরাবর
- প্রশান্ত মহাসাগরের বহি:সীমানা বরাবর
- সুমাত্রা দ্বিপের তলদেশে।
33. ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশ এর উপকূল এলাকায় কবে আঘাত হানে?
- ১৬মে , ২০১৩
- ১৫মে , ২০১২
- ১৫মে , ২০১৪
- ১৪মে , ২০১২
34. স্বল্প স্থায়ী বন্যা কোন কারনে সৃষ্টি হয়?
- জলোচ্ছ্বাস এর বন্যা।
- জোয়ার-ভাটাজনিত বন্যা।
- আমাবস্যার জোয়ার-ভাটাজনিত বন্যা।
- বর্ষণের কারনে সৃষ্ট বন্যা।
35. অয়ন ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ কত হতে পারে?
- ১০-১০০ কি.মি
- ১০-২৫০ কি.মি
- ২০-১৫০ কি.মি
- ৫০-২৫০ কি.মি
36. গভীর ভূমিকম্প হয় ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়?
- ২৫০ কি.মি এর অধিক গভীরতায়
- ২০০ কি.মি এর অধিক গভীরতায়
- ৩০০ কি.মি এর অধিক গভীরতায়
- ৩৫০ কি.মি এর অধিক গভীরতায়
37. মাঝারি ভূমিকম্প হয় ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়?
- ৪০-২০০ কি.মি পর্যন্ত
- ৬০-৩০০ কি.মি পর্যন্ত
- ৬০-২০০ কি.মি পর্যন্ত
- ২০-৩০০ কি.মি পর্যন্ত
38. টনের্ডো‘ শব্দটির অর্থ কি?
- ঘূর্ণায়মান বায়ু।
- বালির ঝড়।
- বজ্রঝড়।
- ঝড়ো বাতাস।
39. দুর্যোগ হচ্ছে____।
- বিপর্যয়ের সময়কালীন ঘটনা।
- বিপর্যয় পরবর্তী ঘটনা।
- বিপর্যয় পূর্ববর্তী ঘটনা।
- প্রাকৃতিক বিপর্যয়।
40. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলক ভাবে অধিক ?
- শুক্র
- পৃথিবী
- মঙ্গল
- বুধ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।