
ভুগোল-বাংলাদেশ-ও-বিশ্ব)-পরিবেশ-ও-দুর্যোগ-ব্যবস্থাপনা – ভুগোল – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 3
21. বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে কোন কোন জেলায়?
- চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট।
- চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সিলেট।
- বান্দরবান, ঢাকা, রংপুর, সিলেট।
- বান্দরবান, ঢাকা, বরিশাল, সিলেট।
22. বাংলাদেশে ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে কয়টি?
- ৭ টি।
- ৮ টি।
- ৫ টি।
- ৪ টি।
23. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়?
- আগারগাও, ঢাকা।
- আগ্রাবাদ, চট্টগ্রাম।
- কক্সবাজার, চট্টগ্রাম।
- মংলা, খুলনা।
24. বর্তমানে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়েরর ওপর অনার্স ও মাস্টার্স চালু আছে?
- তিনটি বিশ্ববিদ্যালয়ে
- দুটি বিশ্ববিদ্যালয়ে
- একটি বিশ্ববিদ্যালয়ে
- চারটি বিশ্ববিদ্যালয়ে
25. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কম্পন নির্ণযে অন্য আর একটি স্কেলের নাম
- টার্সেল
- মিউসেল
- মার্সেল
- হার্সেল
26. সাইক্লো্ন সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?
- নিম্নচাপ ও উচ্চতাপমাত্রা.
- খরা ও উচ্চতাপমাত্রা
- নিম্নচাপ ও নিম্নতাপমাত্রা
- নিম্নচাপ ও জোরে বায়ুপ্রবাহ।
27. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটি?
- জলবায়ু পরিবর্তন।
- পরিবেশ দূষণ।
- ভৌগোলিক অবস্থান।
- নিম্নভূমির দেশ।
28. ঘূণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম_____
- টার্সেল
- স্পারসো
- মার্সেল
- মিউসেল
29. বাংলাদেশে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় কোনটি?
- মহাসেন।
- আইলা।
- সিডর।
- নার্গিস।
30. হালকা বাতাস ও হালকা মেঘ দিয়ে গঠিত ঘূণিঝড়ের কেন্দ্র কি নামে পরিচিত?
- চয়ন।
- বলয়।
- অয়ন।
- সিডর।
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।