বিসিএস প্রিলিমিনারি সাধারণ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান

যে বায়ু সর্বদা উচ্চ চাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়- নিয়ত বায়ু ।

সমুদ্র স্রোতের অন্যতম কারণ- বায়ু প্রবাহ ।

গ্রীন হাউজে গাছ লাগানো হয়- অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য ।

ইকোলজি শব্দটি এসেছে- গ্রিক ভাষা থেকে ।

ওজোনের রঙ হলো- গাঢ় নীল ।

নিরক্ষরেখা বা বিষুব রেখা হতে ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশকে বলে- কর্কটক্রান্তি রেখা ।

গ্রীন হাউস ইফেক্ট বলতে বুঝায়- তাপ আটকে পড়ে সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধি ।

ওজোন গ্যাসের গন্ধ- মাছের মতো আঁশটে ।

ধরিত্রী সম্মেলনে বাংলাদেশ যে দলিলে সাক্ষর করে- পরিবেশ উন্নয়ন সংক্রান্ত রিত্ত ঘোষণাপত্র ।

পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখা – মেরু রেখা ।

দুই মেরু থেকে সমান দুরুত্বে পূর্ব-পশ্চিম পৃথিবীকে আবর্তনকারী রেখা – নিরক্ষরেখা ।

পৃথিবীর ভূ-পৃষ্ঠের উপর দিয়ে উত্তর-দক্ষিণ মেরুকে সংযোগকারী রেখা – দ্রাঘিমা রেখা ।

লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উরপ দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা – মূল মধ্যরেখা ।

মূল মধ্যরেখা হতে ১৮০ ডিগ্রি পূর্বে বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখা – আন্তর্জাতিক তারিখ রেখা ।

নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরত্ব হলো – অক্ষাংশ ।

মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরুত্ব হলো – দ্রাঘিমাংশ ।

৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাকে বলে – কর্কটক্রান্তি রেখা ।

কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কুমিল্লা, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে গিয়েছে ।

গ্রীনিচ সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘন্টা আগে ।

ভূ-পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশী ।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline